আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কুমিল্লা- ২ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন খালেদার জিয়ার সাবেক এপিএস

উপজেলা প্রতিনিধি, তিতাস (কুমিল্লা)

কুমিল্লা- ২ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন খালেদার জিয়ার সাবেক এপিএস

কুমিল্লা-২ (তিতাস-হোমনা) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাবেক এপিএস ইঞ্জিনিয়ার এম.এ মতিন খান। রোববার বিকেলে আসনের হোমনা উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. শহিদুল ইসলামের কাছ থেকে তার মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা আহসান হাবিব, হোমনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপির সাবেক সভাপতি জহিরুল ইসলাম জহর, নিলখী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামসুদ্দিন আহমেদ, ঘারমোড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল বাতেন, তিতাস উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম জাদু মোল্লা ও তিতাস উপজেলার কড়িকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মনির হোসেন ভূঁইয়াসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. শহিদুল ইসলাম বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছে এবং এরই ধারাবাহিকতায় ইঞ্জিনিয়ার এম.এ মতিন খান স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এই কার্যক্রম আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত চলবে।

উল্লেখ্য, এ আসনে বিএনপির দলীয় প্রতীক ধানের শীষ পেয়েছেন আসনের বাইরের মেঘনা উপজেলার স্থায়ী বাসিন্দা কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর

খুঁজুন