আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে: ইনকিলাব মঞ্চ

স্টাফ রিপোর্টার

ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে: ইনকিলাব মঞ্চ

স্বরাষ্ট্র উপদেষ্টার আজকের সংবাদ সম্মেলন ঘিরে ইনকিলাব মঞ্চ আগেই সতর্ক করে দিয়েছে। শহীদ শরীফ ওসমান হাদিকে গুলি করার পর থেকে নেওয়া সরকারি পদক্ষেপের যথোপযুক্ত ব্যাখ্যা প্রদানে ব্যর্থ হলে স্বরাষ্ট্র উপদেষ্টা ও সহকারী উপদেষ্টা খোদা বক্সকে দায় নিয়ে পদত্যাগ করতে হবে বলে জানিয়েছে সংগঠনটি।

শনিবার এক বিবৃতিতে সংগঠনটি স্বরাষ্ট্র উপদেষ্টার সংবাদ সম্মেলন নিয়ে এ মন্তব্য করে।

বিজ্ঞাপন

বিবৃতিতে বলা হয়, আজকের সংবাদ সম্মেলনে যথোপযুক্ত ব্যাখ্যা প্রদানে ব্যর্থ হলে ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা ও সহকারী উপদেষ্টা উভয়কে পদত্যাগ করতে হবে।

ইনকিলাব মঞ্চ এ সময় দুইটি দাবি উল্লেখ করে। সেগুলো হলো: ১. খুনি, খুনের পরিকল্পনাকারী, খুনের সহায়তাকারী, পলায়নে সহযোগী, আশ্রয়দাতাসহ পুরো খুনি চক্রকে অতি দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে। ১২ ডিসেম্বর থেকে এখন অবধি বিচারের জন্য কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সরকারের তরফ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা ও সহকারী উপদেষ্টা খোদা বক্সকে জাতির সামনে তার ব্যাখ্যা দিতে হবে।

২. সিভিল-মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাপটি মেরে লুকিয়ে থাকা ফ্যাসিবাদের দোসরদের চিহ্নিত করে গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করতে হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন