সুনামগঞ্জ- ৪ (সদর-বিশ্বম্ভরপুর) আসনে মোটরসাইকেল শোডাউন করেছেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও হাছনরাজার প্রপৌত্র দেওয়ান জয়নুল জাকেরীন। ধানের শীষের এ মনোনয়ন প্রত্যাশীর সমর্থনে এ মোটরসাইকেল শোডাউনে অংশ নেন হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ।
সোমবার সকাল ১১টায় শোডাউনে প্রায় ১ হাজার মোটরসাইকেলের উপস্থিতিতে পুরো এলাকা স্লোগানে মুখরিত হয়ে ওঠে। এ সময় বিভিন্ন এলাকার ভোটাররা রাস্তার দুপাশে দাঁড়িয়ে জাকেরীনকে সালাম ও শুভেচ্ছা জানান। শোডাউনটি সুনামগঞ্জ শহর প্রদক্ষিণ করে দিরাই রাস্তায় গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে দেওয়ান জয়নুল জাকেরীন বলেন, বিএনপি ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেছে। আগামী নির্বাচনের মাধ্যমে ভোটাধিকার প্রতিষ্ঠা হবে। বিএনপি নির্বাচনের জন্য প্রস্তত রয়েছে। ষড়যন্ত্র করে নির্বাচন বানচাল করা যাবে না।
তিনি আরো বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে গড়ে উঠা বাংলাদেশকে নতুন করে সাজাতে হবে। এজন্য যোগ্য প্রার্থীর বিকল্প নেই। আশা করি দল আমাকে ধানের শীষ উপহার দিলে বিজয় নিশ্চিত করব। এবং চাঁদাবাজি ও সন্ত্রাসী চলতে দেয়া হবে না। বৈষম্যহীন একটি মডেল সুনামগঞ্জ- ৪ আসন হিসেবে গড়ে তুলবো।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সেলিম উদ্দিন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আসম খালিদ, বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির আহবায়ক রাজু আহমেদ, সদর উপজেলা বিএনপির একাংশের আহবায়ক মইনুল হক প্রমুখ।

