
উপজেলা প্রতিনিধি, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে আ.লীগের ২ নেতাকে ছাড়িয়ে নিতে থানা উড়িয়ে দেয়ার হুমকি দিয়েছেন এক যুবদল নেতা। তিনি পীরগঞ্জ উপজেলার যুবদল সভাপতি মো. নাজমুল হুদা মিঠু। বুধবার সাড়ে ১১টার দিকে থানায় এ ঘটনা ঘটে। এরপর থেকে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
এরআগে, মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালিয়ে আ.লীগের দুই নেতা, একজন কর্মী ও স্বেচ্ছাসেবকলীগের এক নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাদের সন্ত্রাস ও বিস্ফোরক মামলায় আদালতে প্রেরণ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার ধর্মগড় ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক খলিলুর রহমান (৫০), একই ইউনিয়নের আওয়ামী লীগ কর্মী জিয়াউর রহমান (৪০), বাচোর ইউনিয়নের রাজোর গ্রামের মৃত বজির উদ্দিনের ছেলে আওয়ামী লীগ নেতা হামিদুর রহমান (৬০), তার ছেলে ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের নেতা সারোয়ার লিয়ন (৩২)।
এরপর বুধবার বেলা ১১টার দিকে ৩০ থেকে ৩৫ জন ব্যক্তি নিয়ে থানায় আসেন বাচোর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদুল ইসলাম। তিনি গ্রেপ্তার সারোয়ার ও হামিদুরকে ছেড়ে দিতে পুলিশকে চাপ দেন। পরে থানায় আসেন নাজমুল হুদা মিঠু। তিনিও সারোয়ার ও হামিদুরকে আত্মীয় দাবি করে ছেড়ে দিতে ওসিকে অনুরোধ করেন। দুপুর দেড়টার দিকে জাহিদুল ইসলাম ও নাজমুল হুদা গ্রেপ্তারকৃতদের ছেড়ে দিতে ওসিকে চাপ দেন। ওসি রাজি না হওয়ায় দুজনই তার সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন।
এ দিকে উপজেলার জামায়াতের সেক্রেটারি রজব আলী বলেন, আ.লীগের নামে ওসি আমাদের দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার করেছে। ভরনিয়া সম্পদবাড়ী এলাকার এনামুল হকের ছেলে নেনারুল আমাদের দলীয় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহযোগী সদস্য। অথচ ওসি তাকে আ.লীগ দেখিয়ে গ্রেপ্তার করেছে। অপরদিকে পীরগঞ্জ যুবদলের সভাপতি নজমুল হুদা মিঠু রাজোর গ্রামের মৃত বজির উদ্দিনের ছেলে হামিদুর রহমানকে ছেড়ে দিতে অনুরোধ করেন। কোনো কর্ণপাত না করলে ওসিকে অকথ্য ভাষায় গালিগালাজ করে বলেন, হামিদুর তোমার বাবা কোথায়, আওয়ামী লীগ করেছে তুমি দেখাও। না হলে তাদের দু’জনকে ছেড়ে দাও। এসময় ওসিসহ পুলিশের সকল কর্মকর্তারা অবাক হয়ে তাকিয়ে ছিলেন।
জেলা যুবদলের আহবায়ক আবু হেনা মুক্তা আমার দেশকে বলেন, দলীয় পরিচয় ব্যাবহার করে কেউ আন্যায় কাজ করতে পারবে না। রাণীশংকৈল থানার ঘটনায় কেন্দ্রীয় থেকে মিঠুকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে।
এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. আরশেদুল হক বলেন, গ্রেপ্তার হওয়া সবাই স্থানীয় আওয়ামী লীগের সক্রিয় কর্মী। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনে মামলা রয়েছে। এ মামলার প্রেক্ষিতেই তাদের গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু যুবদল নেতা মিঠু, বাচোর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদুর রহমানসহ কয়েকজন আমাকে ছেড়ে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করে। ছেড়ে না দিলে যুবদল নেতা মিঠু আমাকে দেখে নেবে এবং থানা উঠিয়ে দেওয়ারও হুমকি দিয়েছে।
ঠাকুরগাঁও পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম মুঠোফোনে বলেন, যুবদল নেতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হয়েছে। শিগগিরই তাকে আইনের আওতায় আনা হবে।

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে আ.লীগের ২ নেতাকে ছাড়িয়ে নিতে থানা উড়িয়ে দেয়ার হুমকি দিয়েছেন এক যুবদল নেতা। তিনি পীরগঞ্জ উপজেলার যুবদল সভাপতি মো. নাজমুল হুদা মিঠু। বুধবার সাড়ে ১১টার দিকে থানায় এ ঘটনা ঘটে। এরপর থেকে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
এরআগে, মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালিয়ে আ.লীগের দুই নেতা, একজন কর্মী ও স্বেচ্ছাসেবকলীগের এক নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাদের সন্ত্রাস ও বিস্ফোরক মামলায় আদালতে প্রেরণ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার ধর্মগড় ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক খলিলুর রহমান (৫০), একই ইউনিয়নের আওয়ামী লীগ কর্মী জিয়াউর রহমান (৪০), বাচোর ইউনিয়নের রাজোর গ্রামের মৃত বজির উদ্দিনের ছেলে আওয়ামী লীগ নেতা হামিদুর রহমান (৬০), তার ছেলে ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের নেতা সারোয়ার লিয়ন (৩২)।
এরপর বুধবার বেলা ১১টার দিকে ৩০ থেকে ৩৫ জন ব্যক্তি নিয়ে থানায় আসেন বাচোর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদুল ইসলাম। তিনি গ্রেপ্তার সারোয়ার ও হামিদুরকে ছেড়ে দিতে পুলিশকে চাপ দেন। পরে থানায় আসেন নাজমুল হুদা মিঠু। তিনিও সারোয়ার ও হামিদুরকে আত্মীয় দাবি করে ছেড়ে দিতে ওসিকে অনুরোধ করেন। দুপুর দেড়টার দিকে জাহিদুল ইসলাম ও নাজমুল হুদা গ্রেপ্তারকৃতদের ছেড়ে দিতে ওসিকে চাপ দেন। ওসি রাজি না হওয়ায় দুজনই তার সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন।
এ দিকে উপজেলার জামায়াতের সেক্রেটারি রজব আলী বলেন, আ.লীগের নামে ওসি আমাদের দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার করেছে। ভরনিয়া সম্পদবাড়ী এলাকার এনামুল হকের ছেলে নেনারুল আমাদের দলীয় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহযোগী সদস্য। অথচ ওসি তাকে আ.লীগ দেখিয়ে গ্রেপ্তার করেছে। অপরদিকে পীরগঞ্জ যুবদলের সভাপতি নজমুল হুদা মিঠু রাজোর গ্রামের মৃত বজির উদ্দিনের ছেলে হামিদুর রহমানকে ছেড়ে দিতে অনুরোধ করেন। কোনো কর্ণপাত না করলে ওসিকে অকথ্য ভাষায় গালিগালাজ করে বলেন, হামিদুর তোমার বাবা কোথায়, আওয়ামী লীগ করেছে তুমি দেখাও। না হলে তাদের দু’জনকে ছেড়ে দাও। এসময় ওসিসহ পুলিশের সকল কর্মকর্তারা অবাক হয়ে তাকিয়ে ছিলেন।
জেলা যুবদলের আহবায়ক আবু হেনা মুক্তা আমার দেশকে বলেন, দলীয় পরিচয় ব্যাবহার করে কেউ আন্যায় কাজ করতে পারবে না। রাণীশংকৈল থানার ঘটনায় কেন্দ্রীয় থেকে মিঠুকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে।
এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. আরশেদুল হক বলেন, গ্রেপ্তার হওয়া সবাই স্থানীয় আওয়ামী লীগের সক্রিয় কর্মী। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনে মামলা রয়েছে। এ মামলার প্রেক্ষিতেই তাদের গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু যুবদল নেতা মিঠু, বাচোর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদুর রহমানসহ কয়েকজন আমাকে ছেড়ে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করে। ছেড়ে না দিলে যুবদল নেতা মিঠু আমাকে দেখে নেবে এবং থানা উঠিয়ে দেওয়ারও হুমকি দিয়েছে।
ঠাকুরগাঁও পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম মুঠোফোনে বলেন, যুবদল নেতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হয়েছে। শিগগিরই তাকে আইনের আওতায় আনা হবে।

আওয়ামী-লীগের লকডাউন প্রতিহত করতে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় রাতেও রাজপথে অবস্থান নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নবাবগঞ্জ উপজেলা শাখার নেতাকর্মীরা।
৫ মিনিট আগে
দৈনিক আমার দেশ সংবাদের জেরে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও অনিয়মের অভিযোগে আলোচিত কক্সবাজারের উখিয়া উপজেলার মরিচ্যা বাজারে নির্মাণাধীন ১৫ কোটি টাকার মডেল মসজিদ তদন্তে এসেছেন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক গণপূর্ত অধিদপ্তরের মো. শহিদুল আলম এবং উপ-প্রকল্প পরিচাল
১৫ মিনিট আগে
প্রতিবেশী দেশ মিয়ানমারে বিপুল পরিমাণ খাদ্য ও নির্মাণ সামগ্রী পাচারকালে ২২ জন পাচারকারীকে আটক করা হয়েছে। ওই সময় একটি ট্রলারও জব্দ করা হয়।
২৩ মিনিট আগে
বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ওই সময় উপজেলা সদরে অবস্থান করছিলেন। তারা জানতে পারেন যুবলীগ নেতা জাকির হোসেন ইউএনও অফিসে রয়েছেন। খবর পেয়ে বিক্ষুব্ধ বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা ইউএনও কার্যালয়ের সামনে অবস্থান নেন।
২৮ মিনিট আগে