আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ড্রামে পাওয়া সেই খণ্ড-বিখণ্ড লাশের পরিচয় মিলল

স্টাফ রিপোর্টার

ড্রামে পাওয়া সেই খণ্ড-বিখণ্ড লাশের পরিচয় মিলল

রাজধানীর শাহবাগে জাতীয় ঈদগাহের পাশে নীল ড্রামে পাওয়া খণ্ড-বিখণ্ড লাশের পরিচয় মিলেছে। এই ব্যক্তি হলেন রংপুরের বদরগঞ্জের বাসিন্দা আশরাফুল হক। ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্ত হয়। তবে তিনি কীভাবে খুন হয়েছেন, কারা এই ড্রামে তার খণ্ডিত লাশ ফেলে গেলো তা জানতে তদন্তে নেমেছে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় ঈদগাহ সংলগ্ন পানির পাম্পের পাশে ফুটপাতের সড়কে নীল রঙের ড্রামে লাশের কয়েকটি খণ্ড পাওয়া যায়।

বিজ্ঞাপন

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান আমার দেশকে বলেন, দুপুরে এই ড্রামগুলো ফেলে যাওয়া হয়। দীর্ঘক্ষণ এগুলোর মালিক না পাওয়ায় তল্লাশি করে ড্রামের ভেতর থেকে খণ্ডিত ও মুখমণ্ডলসহ লাশ উদ্ধার করা হয়। লাশটি একজন পুরুষ ব্যক্তির। তার মুখে লম্বা দাঁড়ি আছে। সিআইডি’র ক্রাইম সিন ইউনিট কাজ করছে। আশা করছি এর রহস্য উদঘাটিত হবে।

জানা গেছে, খণ্ডিত লাশের আঙুলের ছাপের মাধ্যমে তার নাম জানা যায় আশরাফুল হক, বাড়ি রংপুরের বদরগঞ্জে। বাবার নাম আবদুর রশিদ, মায়ের নাম এছরা খাতুন। তবু বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...