চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল এনসিটিতে বিদেশি অপারেটর প্রতিষ্ঠান নিয়োগে আইনি কোন বাধা নেই বলে রায় দিয়েছে উচ্চ আদালত। কিন্তু আদালতের এই সিদ্ধান্তের বিরুদ্ধে বন্দরের বেশ কিছু কর্মকর্তা-কর্মচারী অবস্থান গ্রহণ করেছেন।
প্রতিষ্ঠানবিরোধী এমন কর্মকাণ্ড থেকে বিরত না হলে তাদের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। শুক্রুবার দুপুরে চট্টগ্রাম বন্দরের পরিচালক প্রশাসন ওমর ফারুক স্বাক্ষরিত অফিস আদেশে এই হুঁশিয়ারি জানানো হয়।
বন্দর কর্তৃপক্ষ জানায়, ২৯ জানুয়ারি দুপুরে উচ্চ আদালতে এনসিটি প্রজেক্ট সংক্রান্ত একটি রিটের রায় হয়। একে কেন্দ্র করে চট্টগ্রাম বন্দর ভবনসহ বিভিন্ন এলাকায় বন্দরের কতিপয় শ্রমিক-কর্মচারীরা বিক্ষোভ মিছিল ও দলবদ্ধ মহড়া দিয়ে আদালতের রায়ের বিরুদ্ধে প্রকাশ্যে বিরুপ মন্তব্য করেছেন।
যা চাকরিবিধির সরাসরি লঙ্ঘন। এর আগেও এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সবাইকে সতর্ক করা হয়েছিলো। এবার চুড়ান্তভাবে সবাইকে সতর্ক করা হলো। ভবিষ্যতে এর ব্যত্যয় হলে জড়িতদের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানায় কর্তৃপক্ষ।
উল্লেখ্য, বন্দরের একটি বিশেষায়িত টার্মিনালে বিদেশি অপারেটর নিয়োগকে কেন্দ্র করে গত কয়েক মাস ধরেই উত্তেজনা চলছে বন্দরের ভেতরে ও বাইরে। সবশেষ চট্টগ্রাম বন্দরে এনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানির চুক্তি বৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। কিন্তু এই সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়ে আজ (শনি) ও রোববার বন্দরের সব ধরনের অপারেশনাল কাজ বন্ধ করে দেয়ার কর্মসূচি ঘোষণা করে জাতীয়তাবাদী শ্রমীকদল ও শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

