আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মহেশখালীতে কম্বিং অপারেশনে ৭৫ কোটি টাকার অবৈধ জাল জব্দ

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

মহেশখালীতে কম্বিং অপারেশনে ৭৫ কোটি টাকার অবৈধ জাল জব্দ

কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীতে কম্বিং অপারেশন চালিয়ে প্রায় ৭৫ কোটি টাকা দামের অবৈধ জাল জব্দ করেছে কোস্ট গার্ড।

বিজ্ঞাপন

বুধবার সারা দিন কোস্ট গার্ডের মহেশখালী স্টেশন ও মৎস্য অধিদপ্তর যৌথভাবে এই অভিযান চালায়। শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সুমন আল মুকিত বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মহেশখালী উপজেলার জেলেপাড়াসংলগ্ন এলাকায় বিশেষ এই কম্বিং অপারেশন চালানো হয়। অভিযানকালে প্রায় ৭৫ কোটি টাকা দামের ৫০ লাখ মিটার চরঘেরা জাল জব্দ করা হয়।

তিনি দাবি করেন, ওই সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে জেলেরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এদিকে জব্দ করা অবৈধ জালগুলো মহেশখালী উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিনষ্ট করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সুমন আল মুকিত বলেন, মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত রাখবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন