আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

একদিনে ২১ হাজার সাংবাদিক তৈরি করবে বলা সেই মেয়র গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)
একদিনে ২১ হাজার সাংবাদিক তৈরি করবে বলা সেই মেয়র গ্রেপ্তার

একদিনে ২১ হাজার সাংবাদিক তৈরি করা রাণীশংকৈল পৌরসভার সাবেক-মেয়র ও যুবলীগ সভাপতি আলমগীর সরকারকে সোমবার সন্ধ্যায় গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বিজ্ঞাপন

দেশব্যাপী ডেভিল হান্ট-২ অভিযান পরিচালনা করছে থানা পুলিশ। এরই অংশ হিসাবে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থানা পুলিশ অভিযান চালিয়ে সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় সাবেক মেয়র আলমগীর সরকারের ভান্ডারা বাসা থেকে গ্রেপ্তার করেছে।

প্রসঙ্গত, আওয়ামী-লীগ ক্ষমতায় থাকাকালিন যুবলীগ সভাপতি আলমগীর সরকার ক্ষমতার দাপট দেখিয়ে সাংবাদিকের শার্টের কলার ধরে শায়েস্থা করেছেন। ২০১৮ সালে ৪ ফেব্রুয়ারী আরেক স্থানীয় সাংবাদিক পৌরসভার রাস্তা নির্মাণে অনিয়মের সংবাদ প্রকাশ করায় তাকে হত্যার হুমকি দিয়ে ইউএনও অফিস ঘেরাও করে বক্তব্য রাখেন। এসময় তিনি বলেন একদিনে ২১ হাজার সাংবাদিক তৈরি করা হবে তোমার মত সাংবাদিকে শায়েস্থা করতে।

এপ্রসঙ্গে থানা ওসি তদন্ত রফিকুল ইসলাম বলেন, বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় আলমগীর সরকারকে কে গ্রেফতার করে ঠাকুরগাঁও আদালতে প্রেরণ করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন