আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

হবিগঞ্জে পোস্টাল ব্যালটে ভোট দেবেন ১৫ হাজার ভোটার

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ

হবিগঞ্জে পোস্টাল ব্যালটে ভোট দেবেন ১৫ হাজার ভোটার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে হবিগঞ্জের চারটি সংসদীয় আসনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন ১৫ হাজার ৩৪৫ জন ভোটার।

এসব ভোটারের মধ্যে রয়েছেন দেশের বিভিন্ন স্থানে কর্মরত সরকারি-বেসরকারি চাকরিজীবী, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীরা বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা আনোয়ার মাহমুদ।

বিজ্ঞাপন

আসনভিত্তিক তথ্য অনুযায়ী, হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে পোস্টাল ভোটার ৪ হাজার ২৯৭ জন, এর মধ্যে পুরুষ ৩ হাজার ৫৯১ এবং নারী ৭০৬ জন।

হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে নিবন্ধন করেছেন ২ হাজার ৮৩৮ জন, যার মধ্যে পুরুষ ২ হাজার ৫৬৭ ও নারী ২৭১ জন।

হবিগঞ্জ-৩ (সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনে পোস্টাল ভোটার ৩ হাজার ২৫০ জন, পুরুষ ২ হাজার ২৮৩ ও নারী ৪৬৭ জন।

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে মোট ৪ হাজার ৯৬০ জন, যার মধ্যে পুরুষ ৪ হাজার ১৫ এবং নারী ৯৪৫ জন পোস্টাল ভোটার নিবন্ধন করেছেন।

জেলা নির্বাচন কর্মকর্তা আরও জানান, নিবন্ধিত ভোটারদের ঠিকানায় ডাকযোগে জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রতীক সংবলিত ব্যালট পেপার এবং গণভোটের জন্য গোলাপি রঙের পৃথক ব্যালট পেপার পাঠাবে নির্বাচন কমিশন। নির্ধারিত নিয়ম অনুসরণ করে ভোট প্রদান শেষে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের ঠিকানায় ডাকযোগে ব্যালট পাঠাতে হবে।

আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ শেষ হওয়ার পর বিকেল সাড়ে ৪টায়, রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রার্থীদের অ্যাজেন্টদের উপস্থিতিতে পোস্টাল ব্যালটের ভোট গণনা করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন