শৈত্যপ্রবাহের কবলে চুয়াডাঙ্গা, বিপর্যস্ত জনজীবন

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৫, ১৪: ০০

পৌষের ৩য় সপ্তাহে শৈত্যপ্রবাহের কবলে পড়েছে সীমান্তবর্তি জেলা চুয়াডাঙ্গা। কুয়াশার সঙ্গে শীতল বাতাস যোগ হওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। শুক্রবার সকাল ৯ টায় জেলায় সর্বনিম্ন ১০.৮ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ছিল ৯৪ শতাংশ।

বিজ্ঞাপন

ঘন কুয়াশা আর উত্তরের হিমেল বাতাস নতুন করে বাড়িয়ে দিয়েছে শীতের মাত্রা। তারপরও জীবিকার তাগিদে নিম্নবিত্ত মানুষ কুয়াশা ও শীতকে উপেক্ষা করে কাজে যাচ্ছেন। অনেককে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করতে দেখা গেছে। শীতের কারণে হাসপাতালে বেড়েছে জ্বর, সর্দি, ডায়রিয়া, নিউমোনিয়াসহ বিভিন্ন রোগ। প্রতিদিন জেলা ও উপজেলার হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা।

আবহাওয়ার অফিসের পর্যবেক্ষক জানান, বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল চুয়াডাঙ্গায় ৯.৮ ডিগ্রি সেলসিয়াস। আজ ১ ডিগ্রি তাপমাত্রা বেড়েছে। তবে, হিমেল হাওয়া ও কুয়াশা অব্যাহত রয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত