আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গাজীপুর-২ আসনে জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

স্টাফ রিপোর্টার, টঙ্গী

গাজীপুর-২ আসনে জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

গাজীপুর-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ হোসেন আলী ও স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় শ্রমিকদলের কার্যকরি সভাপতি সালাহউদ্দিন সরকার তাদের নিজ নিজ মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। মঙ্গলবার তারা আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রত্যাহার করেন।

এর আগে জোটের সমঝোতা অনুযায়ী গাজীপুর-২ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী আবু নাছের খানের জন্য আসনটি ছেড়ে দেওয়ার বিষয়ে জামায়াত নেতাদের মধ্যে আলোচনা চূড়ান্ত হয়। সেই সিদ্ধান্তের ধারাবাহিকতায় আজ এই প্রত্যাহার সম্পন্ন হলো।

বিজ্ঞাপন

এ বিষয়ে জানতে চাইলে গাজীপুর-২ আসনের জামায়াত প্রার্থী মোহাম্মদ হোসেন আলী বলেন, “দলীয় সিদ্ধান্ত ও জোটের ঐক্যের স্বার্থে আমরা দুজন মনোনয়নপত্র প্রত্যাহার করেছি। জোটের শরিক প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে আমরা একসঙ্গে কাজ করব।”

জোট নেতারা মনে করছেন, এই সিদ্ধান্তের মাধ্যমে গাজীপুরে জোটের ঐক্য আরও সুদৃঢ় হবে এবং নির্বাচনি লড়াইয়ে সমন্বিত শক্তি প্রয়োগ করা সম্ভব হবে।

এব্যাপারে গাজীপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ও কেন্দ্রীয় শ্রমিকদলের কার্যকরি সভাপতি সালাহউদ্দিন সরকার বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে এবং ধানের শীষের বিজয়ের স্বার্থে আমি আমার মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছি। প্রতীক বরাদ্দের পর থেকে গাজীপুর-২ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে কাজ করে যাব।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন