কক্সবাজার জেলার টেকনাফের বসতঘরে ঢুকে ফিল্ম স্টাইলে অপহরণের ৬ দিন পর অবশেষে ১২ লাখ টাকা মুক্তিপণের বিনিময়ে মুক্তি মিলেছে অপহৃত নুরুল ইসলামের।
অপহরণের ৬ দিন পর স্বজনদের কাছে ফিরে এসেছে বলে নিশ্চিত করেছেন অপহৃত নুরুল ইসলামের ছেলে কামরুল ইসলাম।
গত ২০ নভেম্বর রাত ৯ টার দিকে টেকনাফের হ্নীলা পশ্চিম লেদায় ঘরের দরজা ভেঙে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করে নিয়ে যায় ডাকাতদল।
এসময় ডাকাতদল নগদ টাকা ও স্বর্ণালংকারও লুট করে নিয়ে যায়। এ ঘটনার খবর পেয়ে তাকে উদ্ধার করতে এসে ডাকাতদলের সঙ্গে এপিবিএন পুলিশের সাথে ব্যাপক গোলাগুলির ঘটনা ও ঘটে।
টেকনাফ মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. জায়েদ নুর বলেন,পুলিশের অভিযানের ভয়ে ডাকাতদল তাকে ছেড়ে দিতে বাধ হয়েছে। মুক্তিপণের বিষয় তিনি অস্বীকার করেন।

