আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

হংকং থেকে দেশে ফিরে নিজ বাড়িতেই গোপন ইয়াবা কারখানা, গ্রেপ্তার যুবক

উপজেলা প্রতিনিধি, টংগিবাড়ী (মুন্সীগঞ্জ)

হংকং থেকে দেশে ফিরে নিজ বাড়িতেই গোপন ইয়াবা কারখানা, গ্রেপ্তার যুবক

মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলায় বসবাড়িতে ইয়াবা তৈরির আধুনিক যন্ত্রপাতি, বিপুল পরিমাণ মাদক ও কেমিক্যালসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার দক্ষিণ বেতকা গ্রামে এ অভিযান পরিচালনা করে পুলিশ। অফিসার ইনচার্জ মনিরুল হক ডাবলুর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশ নেন এসআই রবিউল ইসলাম, এসআই আব্দুর রহিম, এসআই ওসমানসহ পুলিশের একটি বিশেষ দল।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, গ্রেপ্তার যুবকের নাম মো. ফিরোজ। বয়স ৩৫–৩৭। তিনি ঢাকার বাসাবো এলাকার আবু তাহেরের ছেলে। গত প্রায় পাঁচ বছর ধরে ফিরোজ দক্ষিণ বেতকা গ্রামের রশীদ ঢালীর বাড়িতে ভাড়াটে হিসেবে বসবাস করছিলেন। স্থানীয়দের অজান্তে ওই বাড়ির একটি পাকা ভবনের ভেতরে ইয়াবা উৎপাদনের কারখানা স্থাপন করেন।

তদন্তে জানা গেছে, ফিরোজ দীর্ঘ প্রায় এক দশক ধরে ঢাকায় ইয়াবাসহ বিভিন্ন মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন এবং তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। এসব মামলার পর প্রায় পাঁচ বছর আগে তিনি টংগিবাড়ীতে এসে আত্মগোপন করেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ছয়-সাত মাস আগে ফিরোজ হংকং থেকে ইয়াবা তৈরির আধুনিক যন্ত্রাংশ সংগ্রহ করে দেশে ফেরেন। পরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিদেশ থেকে বিপজ্জনক কেমিক্যাল আনিয়ে দক্ষিণ বেতকার ওই বাড়িতে ইয়াবা উৎপাদন শুরু করেন এবং তা দেশের বিভিন্ন স্থানে সরবরাহের চেষ্টা চালাচ্ছিলেন। অভিযানকালে ওই বাড়ি থেকে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট, ২৫ গ্রাম আইস (ক্রিস্টাল মেথ), ইয়াবা তৈরির আধুনিক মেশিন এবং বিপুল পরিমাণ রাসায়নিক কেমিক্যাল ও উপকরণ পুলিশ উদ্ধার করে।

টংগিবাড়ী থানার সেকেন্ড অফিসার এসআই রবিউল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদে ফিরোজ স্বীকার করেছেন যে তিনি বিদেশ থেকে যন্ত্রাংশ ও কেমিক্যাল এনে সম্প্রতি ইয়াবা উৎপাদন ও বিক্রির চেষ্টা শুরু করেছিলেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে এই চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তের কাজ চলছে। মাদক কারবারের সঙ্গে জড়িত এই চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং উদ্ধার করা আলামতের ভিত্তিতে আইনি প্রক্রিয়া চলমান।

এসআই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন