আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মুন্সীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও মাদকসহ আটক ১০

উপজেলা প্রতিনিধি, টংগিবাড়ী (মুন্সীগঞ্জ)

মুন্সীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও মাদকসহ আটক ১০

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা ও নাশকতাবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদক, নগদ টাকা ও দেশীয় অস্ত্রসহ ১০ জনকে আটক করেছে যৌথ বাহিনী।

বিজ্ঞাপন

শনিবার (১০ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী থানাধীন বালিগাঁও ইউনিয়নের বালিগাঁও ব্রিজসংলগ্ন এলাকায় এই অভিযান চালানো হয়। ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীন মুন্সীগঞ্জ সদর আর্মি ক্যাম্পের একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টঙ্গিবাড়ী থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করে।

যৌথ অভিযানে ঘটনাস্থল থেকে আনুমানিক ২৫০ গ্রাম গাঁজা, ২ পিস ইয়াবা, ২০০টিরও বেশি অজ্ঞাত মাদক, মাদক বিক্রির নগদ ৪ লাখ ৯৪ হাজার ৫০৫ টাকা এবং বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় মাদক কারবারে জড়িত ১০ জনকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আটককৃতরা হলেন—

শুভ সরকার (৩০), মো. শিপন বেপারী (২৮), মিঠু মাতবর (৩০), জাহিদুল ইসলাম ফকির (৪৮), মিলন শেখ (৩৬), মো. জায়েদ আলী বয়াতী (৩৩), আহম্মদ আলী শেখ (৩৫), মুশিদুল মিয়া (২৭), মো. আব্দুল রহমান মোল্লা (৫৯) এবং মো. মোশারফ খান (২৫)। তারা টঙ্গিবাড়ীসহ আশপাশের এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

অভিযান শেষে আটক ব্যক্তিদের এবং উদ্ধারকৃত মাদক ও অস্ত্র আইনি প্রক্রিয়ার জন্য টঙ্গিগিবাড়ী থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সেনাবাহিনী জানিয়েছে, মুন্সীগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের সন্ত্রাসী, নাশকতা ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনে তারা কঠোর অবস্থানে রয়েছে। অবৈধ মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন