আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ভারতে পালানোর সময় নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা আটক

উপজেলা প্রতিনিধি, বেনাপোল (যশোর)

ভারতে পালানোর সময় নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা আটক

ভারতে পালিয়ে যাওয়ার সময় বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনে নাশকতার মামলার আসামি এক যুবলীগ নেতাকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। আটক যুবলীগ নেতার নাম রাসেল পাঠান। তিনি ময়মনসিংহ মহানগর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক বলে জানা গেছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন ডেস্কে পাসপোর্ট যাচাইয়ের সময় তাকে আটক করা হয়।

বিজ্ঞাপন

ইমিগ্রেশন পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে ভারতে যাওয়ার উদ্দেশ্যে রাসেল পাঠান বেনাপোল চেকপোস্টে আসেন এবং ইমিগ্রেশন ডেস্কে তার পাসপোর্ট জমা দেন। যাচাইকালে ইমিগ্রেশন সার্ভারে তার নাম স্টপ লিস্টে পাওয়া যায়। এ কারণে তাৎক্ষণিকভাবে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি নিজেকে ময়মনসিংহ মহানগর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক হিসেবে পরিচয় দেন। পুলিশ জানায়, তার বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালি থানায় দায়ের করা দুটি নাশকতার মামলা রয়েছে।

আটক রাসেল পাঠান ময়মনসিংহ সদর উপজেলার সংকিপাড়া গ্রামের আবদুর রাজ্জাক পাঠানের ছেলে।

এ বিষয়ে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, ইমিগ্রেশন সার্ভারে স্টপলিস্ট থাকায় ময়মনসিংহের এক যুবলীগ নেতাকে আটক করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়। পরে সেখান থেকে তাকে যশোর আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, আদালতের পরবর্তী আদেশ অনুযায়ী তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...