আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

৫০০ টাকা বাজিতে ঠান্ডা পানিতে ১১২ ডুব, প্রাণ গেল বাবুলের

আমার দেশ অনলাইন

৫০০ টাকা বাজিতে ঠান্ডা পানিতে ১১২ ডুব, প্রাণ গেল বাবুলের

ঝালকাঠির রাজাপুরে মাত্র ৫০০ টাকা বাজি ধরে কনকনে শীতের সকালে খালে ঠান্ডা পানিতে ১১২ ডুব দিতে গিয়ে বাবুল মোল্লা (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার বড়ইয়া বাজারে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত বাবুল মোল্লা বড়ইয়া মোল্লা বাড়ি এলাকার আনসার মোল্লার ছেলে এবং পেশায় একজন কৃষক ছিলেন।

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দা ও নিহতের স্বজনরা জানান, সকালে বাবুল মোল্লা এক বস্তা চাল মাথায় নিয়ে বড়ইয়া কাঁচারি বাড়ি বাজারে আসেন। হাড়কাঁপানো শীতের মধ্যে পরিশ্রমের কারণে শরীর গরম হয়ে উঠলে তিনি বাজারে উপস্থিত কয়েকজনের সঙ্গে ৫০০ টাকার বিনিময়ে খালে নেমে ১০০ বার ডুব দেওয়ার বাজি ধরেন। খালি গায়ে খালে নেমে তিনি টানা ১১২টি ডুব দেন। ডুব দেওয়ার সময় তিনি খালের পাড়ে থাকা উৎসুক জনতাকে ভিডিও করতেও নিষেধ করেন।

১০০ বার ডুব পূর্ণ করার পর আরও ১২টি ডুব দিয়ে খালের পাড়ে উঠে আসার পরপরই বাবুল মোল্লা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। মুহূর্তের মধ্যেই আনন্দঘন পরিবেশ বিষাদে রূপ নেয়। স্বজনরা দ্রুত তাকে কম্বল পেঁচিয়ে আগুনের তাপ দিয়ে এবং তেল গরম করে মালিশ করার পরেও তার অবস্থার কোনো উন্নতি হয়নি। পরে তাকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন