অপারেশন ডেভিল হান্ট অভিযানে বরিশালে আওয়ামী লীগ ও তার অঙ্গ-সংগঠনের তিন নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছেন। গত শুক্রবার ও শনিবার পৃথক অভিযানে গ্রেপ্তার হন তারা। সংশ্লিষ্ট থানার ওসিরা এ বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তাররা হলেন -বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম শান্ত, দলটির উজিরপুর উপজেলা সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম হাওলাদার ও আগৈলঝাড়া উপজেলা ছাত্রলীগের সদস্য রাকিব সরদার।
শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে বানারীপাড়া থানার ওসি হেলাল উদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাত ৪টার দিকে বিশারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের কোষাধক্ষ সাইফুল ইসলাম শান্তকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়।
উজিরপুর মডেল থানার ওসি রকিবুল ইসলাম বলেন, গত শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে উজিরপুর উপজেলা থেকে অপারেশন ডেভিল হান্ট অভিযানে গ্রেপ্তার হন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম হাওলাদার। দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
অপরদিকে আগৈলঝাড়া থানার ওসি মোহাম্মদ মাসুদ জানিয়েছেন, গত শুক্রবার রাতে নিষিদ্ধ ছাত্রলীগের আগৈলঝাড়া উপজেলা শাখার সদস্য রাকিব সরদারকে গ্রেপ্তার করা হয়েছে। উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাতুল ইসলাম শাহেদের মোটরসাইকেল ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

