আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে অভিযান: র‍্যাব কর্মকর্তা নিহত, আইসিইউতে ৩

জমির উদ্দিন, চট্টগ্রাম

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে অভিযান: র‍্যাব কর্মকর্তা নিহত, আইসিইউতে ৩
র‍্যাবের গাড়িতে সন্ত্রাসীদের হামলা, ছবি ভিডিও থেকে নেওয়া। ইনসেটে নিহত র‍্যাব কর্মকর্তা নায়েব সুবেদার আব্দুল মোতালেব।

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে র‍্যাবের অভিযানের সময় চার র‍্যাব সদস্যকে বেধড়ক পিটিয়ে একজনকে হত্যা করা হয়েছে। আজ সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে আসামি ধরতে গিয়ে এ হামলার ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন র‍্যাব–৭–এ কর্মরত বিজিবির নায়েব সুবেদার আব্দুল মোতালেব।

এ ঘটনায় গুরুতর আহত বাকি তিন সদস্য চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে চিকিৎসাধীন আছেন। তারা হলেন-কনস্টেবল আরিফ, নায়েক ইমাম ও একজন সোর্স।

বিজ্ঞাপন

র‍্যাব–৭–এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করে আমার দেশকে বলেন, আমাদের একটি অপারেশন টিম সলিমপুরে এক গুরুত্বপূর্ণ আসামি ধরতে যায়। অপারেশন চলাকালে সন্ত্রাসীদের হামলায় ওই র‌্যাব সদস্য নিহত হন।

র‍্যাব–৭–এর একজন কর্মকর্তা আমার দেশকে জানান, জঙ্গল সলিমপুর এলাকায় একটি মামলার সশস্ত্র আসামি লুকিয়ে আছে—এমন তথ্যের ভিত্তিতে র‍্যাবের ১৬ সদস্যের একটি টিম বিকেলে অভিযানে যায়। এক স্থানে আসামি লুকিয়ে ছিল বলে ধারণা করা হয়, সেখানেই দলটির চার সদস্য ভেতরে ঢুকলে অতর্কিতে তাদের ওপর হামলা হয়।

তিনি বলেন, আমাদের চার সদস্য ভেতরে প্রবেশ করার পরই ২০–২৫ জন লোক চারদিক থেকে ঘিরে ফেলে। অত্যন্ত নৃশংসভাবে পেটালে তারা লুটিয়ে পড়ে। এর মধ্যে নায়েব সুবেদার আব্দুল মোতালেব ঘটনাস্থলেই মারা যান।

হামলার পর পরই র‍্যাবের বাকি সদস্যরা এলাকায় ঢুকে আহত তিনজনকে উদ্ধার করেন। সলিমপুর–লিংক রোড এলাকার বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত র‍্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে চারদিক ঘিরে ফেলার পরও গুলি চালায়নি র‍্যাব।

র্যাবের এক কর্মকর্তা বলেন, আমরা নিশ্চিত হতে চাইছিলাম ভেতরে কোনো নিরীহ মানুষ আছে কি না। আত্মরক্ষায় ন্যূনতম চেষ্টা ছাড়া তারা অস্ত্র ব্যবহার করেনি। হামলাটা ছিল পরিকল্পিত এবং হঠাৎ।

তিনি আরও বলেন, শহীদ নায়েব সুবেদার আব্দুল মোতালেব অত্যন্ত অভিজ্ঞ ও প্রশিক্ষিত সদস্য ছিলেন। বাকি তিনজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। হামলাকারীদের শনাক্তে আমরা কাজ করছি।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, র‍্যাব সদস্যদের ওপর হামলার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

দখল–সন্ত্রাসে জর্জরিত জঙ্গল সলিমপুর

জঙ্গল সলিমপুর চার দশক ধরে সরকারি পাহাড় ও খাস জমি দখল, সন্ত্রাসী তৎপরতা, সংঘর্ষ এবং রাজনৈতিক প্রভাব বিস্তারকে কেন্দ্র করে একটি অস্থিতিশীল এলাকা হিসেবে পরিচিত। প্রায় ৩ হাজার ১০০ একর এলাকাজুড়ে গড়ে ওঠা এই বসতিগুলো পাহাড় দখলচক্র, সশস্ত্র দল এবং দখলদারদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠেছে।

জেলা প্রশাসনের হিসাবে, এলাকায় প্রতি শতক জমির বাজারমূল্য ৯–১০ লাখ টাকা। সে হিসাবে দখল হয়ে থাকা সরকারি জমির অর্থনৈতিক মূল্য প্রায় ৩০ হাজার কোটি টাকা। গত বছরের রাজনৈতিক পটপরিবর্তনের পর এলাকায় আধিপত্যকে কেন্দ্র করে হত্যাকাণ্ড, সংঘর্ষ এবং গোলাগুলির ঘটনা আরও বেড়েছে। এর আগেও প্রশাসন, র‍্যাব ও পুলিশের ওপর একাধিকবার হামলার ঘটনা ঘটেছে।

হত্যাকাণ্ডের পর সলিমপুর এলাকায় র‍্যাব, পুলিশ ও বিজিবির অতিরিক্ত ফোর্স টহল দিচ্ছে। নিহত নায়েব সুবেদারের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...