ধানের শীষে মনোনয়ন বঞ্চিত হয়ে ভোটারদের শুভেচ্ছা জানালেন সংসদ সদস্য প্রার্থী

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ১৭: ৩০
আপডেট : ০৬ নভেম্বর ২০২৫, ১৭: ৫৩

সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের মনোনয়ন বঞ্চিত হয়ে হাওরের পথে পথে ভোটারদের শুভেচ্ছা জানালেন সংসদ সদস্য প্রার্থী মাহবুবুর রহমান। বৃহস্পতিবার বিকেলে তিনি স্প্রিডবোটে হাওর ঘুরে ঘুরে ভোটারদের শুভেচ্ছা জানান। এবং দীর্ঘদিন পাশে থেকে সাহস যোগানো এবং পরিশ্রম করে পাশে থাকার জন্য কৃতজ্ঞতা জানান তিনি। ভবিষ্যতে পাশে থাকার জন্য দোয়া চান।

বিজ্ঞাপন

মনোনয়ন থেকে বাদ পড়া নেতা মাহবুবুর রহমান ঢাকা থেকে ভালোবাসার টানে ছুটে আসেন হাওরে গ্রামে গ্রামে। স্প্রিডবোটে বিভিন্ন গ্রাম ঘুরে জামালগঞ্জ শহরে এলে হাজার হাজার জনতা তাকে বরণ করে নেন। নদীতে লাফ দিয়ে সাঁতার কেটে স্প্রিডবোটে গিয়ে শুভেচ্ছা জানান কেউ কেউ।

রিভারভিউ পার্কে সমাবেশে বক্তব্য রাখেন, মনোনয়ন বঞ্চিত কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান। তিনি বলেন, আমি আজ আবেগে আপ্লুত। আমি আপনারা কাছে কৃতজ্ঞ। আপনাদের ভালবাসা শোধ করার মতো নয়। আমি সুনামগঞ্জ- ১ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ছিলাম। আমি মনোনয়ন আমার জন্য চাইনি, হাওর ভাটির উন্নয়নের জন্য মনোনয়ন চেয়েছিলাম। প্রাথমিক মনোনয়নে আমি বাদ পড়েছি। সাময়িকভাবে আপনাদের প্রত্যাশা পূরণ করতে পারিনি। তবে আমি ধানের শীষের জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাবো। আগামী দুই মাস পর পূর্ণাঙ্গ মনোনয়ন দেয়া হবে। তবে আমি ধানের শীষের বিপক্ষে নয়।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

ঢাবি উপাচার্যের সঙ্গে আয়ারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পানির ট্যাঙ্কিতে লুকিয়েও গ্রে'প্তা’র স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা দেওয়া বিএনপির বহিস্কৃত নেতা

স্ত্রীসহ সাবেক সেনা কর্মকর্তা সেলিম মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নির্বাচনকে সামনে রেখে হানাহানি বন্ধ করুন: খেলাফত আন্দোলন

সোজা আঙুলে ঘি না উঠলে বাঁকা করব, ঘি আমাদের লাগবেই: স্মারকলিপি প্রদানের আগে তাহের

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত