পটুয়াখালী-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, ম্যাডাম খালেদা জিয়া যেদিন অ্যারেস্ট হয়েছেন সম্পূর্ণ সুস্থ ছিলেন। জেলখানায় বিষ প্রয়োগ করায় তিনি অসুস্থ হয়ে পড়েছেন।
সোমবার বিকালে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় দেউলী সুবিদখালী ইউনিয়ন বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
তিনি আরো বলেন, যখন উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে চেয়েছিলেন। তখন বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। কারণ একটাই বিদেশে গিয়ে ডাক্তারি পরীক্ষা নিরীক্ষায় বিষ প্রয়োগের বিষয়টি ধরা পড়তে পারে।
সভায় সভাপতিত্ব করেন দেউলী সুবিদখালী ইউনিয়ন বিএনপি'র সভাপতি মো. ফারুক মাস্টার।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম ফরাজী।
দোয়া মাহফিলে বিএনপি নেতৃবৃন্দসহ স্থানীয় মানুষ অংশ নিয়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করেন।

