আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সোনামসজিদ বন্দরে ভারতীয় ট্রাকের ধাক্কায় পথচারী নিহত

শিবগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সোনামসজিদ বন্দরে ভারতীয় ট্রাকের ধাক্কায় পথচারী নিহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দরে ভারতীয় একটি ট্রাকের ধাক্কায় কবির আলী (৫৭) নামে এক পথচারী নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

রোববার সকালে সোনামসজিদ স্থলবন্দর এলাকার মধ্যবাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত পথচারী সোনামসজিদ বালিয়াদীঘি গ্রামের কালু মিয়ার ছেলে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, সকালে সোনামসজিদ স্থলবন্দরের মধ্যবাজার এলাকায় রাস্তা পার হচ্ছিলেন কবির আলী। এ সময় পেছন দিক থেকে আসা একটি ভারতীয় ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে গুরুত্বর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান।

তিনি আরো বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ঘাতক ট্রাকটি আটক করেছে স্থানীয়রা। এদিকে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানায় পুলিশ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন