সিলেট বিচার বিভাগের উদ্যোগে শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) মরহুম এ. কে. এম. কামাল উদ্দিনের প্রয়াণে এক স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে আয়োজিত এ স্মরণ সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ হালিম উল্লাহ চৌধুরী।
সভাপতির বক্তব্যে সিনিয়র জেলা ও দায়রা জজ বলেন, মরহুম এ. কে. এম. কামাল উদ্দিন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের তৃতীয় ব্যাচের একজন সদস্য ছিলেন। তিনি শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনাল, সিলেটের বিচারক (জেলা জজ) হিসেবে কর্মরত ছিলেন। তিনি অসুস্থতাজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ জানুয়ারি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে সিলেট বিচার বিভাগ গভীরভাবে শোকাহত।
এ সময় জেলা জজ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং মরহুম এ. কে. এম. কামাল উদ্দিনের সার্বিক চিকিৎসায় সহযোগিতা প্রদানের জন্য বাংলাদেশের প্রধান বিচারপতি, আইন মন্ত্রণালয়, সুপ্রিম কোর্ট প্রশাসন, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনসহ সারা দেশের সকল বিচারকবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্মরণ সভায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে সিলেটে কর্মরত বিভিন্ন পর্যায়ের বিচারকগণ, জেলা ও দায়রা জজ আদালতের পিপি এবং সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক বক্তব্য প্রদান করেন।
আলোচনা শেষে মরহুম এ. কে. এম. কামাল উদ্দিনের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

