আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

চিরিরবন্দরে আত্রাই নদী থেকে অজ্ঞাত দুই লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, (চিরিরবন্দর) দিনাজপুর

চিরিরবন্দরে আত্রাই নদী থেকে অজ্ঞাত দুই লাশ উদ্ধার

দিনাজপুরের সদর ও চিরিরবন্দর উপজেলার শেষ সীমান্তে আত্রাই নদী থেকে ভাসমান দুটি লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। সোমবার সকাল ৭টার দিকে স্থানীয় লোকজন প্রতিদিনের মতোই কাজে বের হলে নদীতে ভাসমান বস্তু দেখে সন্দেহ হয়। পরে আরো লোকজন জড়ো হলে তারা ভাসমান লাশ দুটি ওপরে তুলে স্থানীয় চিরিরবন্দর থানায় খবর দেয়।

বিজ্ঞাপন

ঘটনাস্থলে থাকা চিরিরবন্দর থানার ওসি (তদন্ত) আহসান হাবিব জানান, স্থানীয় লোকজনের সহায়তায় লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। প্রকৃত ঘটনা অজানা। এখন পর্যন্ত লাশের পরিবারের কোনো খবর পাওয়া যায়নি। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করি দ্রুতই প্রকৃত কারণ ও পরিচয় জানাতে পারব। স্রোতহীন এমন নদীতে লাশ ভেসে আসার কোনো সুযোগ নেই, পরিকল্পিত কেউ হত্যা করে লাশ ফেলে গেছে বলে ধারণা করছেন স্থানীয়রা।

এসআই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন