আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক ইতিহাসের অবিচ্ছেদ্য অধ্যায়: সুবিপ্রবি ভিসি

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক ইতিহাসের অবিচ্ছেদ্য অধ্যায়: সুবিপ্রবি ভিসি

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. নিজাম উদ্দিন।

বিজ্ঞাপন

মঙ্গলবার এক শোকবার্তায় তিনি বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসের এক অবিচ্ছেদ্য অধ্যায় এবং কোটি মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তাঁর দূরদর্শী নেতৃত্বে নারী শিক্ষার প্রসার, সার্বজনীন প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ, বিজ্ঞান ও প্রযুক্তিসহ বিভিন্ন খাতে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। তার সময়ে গৃহীত উদ্যোগসমূহ দরিদ্র বিমোচন ও জাতীয় উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে আছে।

ড. মো. নিজাম উদ্দিন আরো বলেন, বেগম খালেদা জিয়া আমৃত্যু গণতন্ত্র, সংসদীয় ব্যবস্থা ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় আপসহীন সংগ্রাম করে গেছেন। ব্যক্তিজীবনের অপরিসীম ত্যাগ ও নিরলস প্রচেষ্টার মাধ্যমে তিনি দেশে বহুদলীয় গণতন্ত্র চর্চাকে যে উচ্চতায় নিয়ে গেছেন, তা জাতির রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। প্রতিকূল পরিস্থিতিতেও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় তাঁর অদম্য দৃঢ়তা ভবিষ্যত প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।

তিনি বলেন, বেগম খালেদা জিয়ার ইন্তেকালে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে। তাঁর আদর্শ, নেতৃত্ব ও রাজনৈতিক দর্শন বাঙালি জাতির জন্য এক অমূল্য উত্তরাধিকার হয়ে থাকবে।

শোকবার্তায় তিনি মরহুমার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, রাজনৈতিক সহকর্মী এবং দেশ-বিদেশের অসংখ্য শুভানুধ্যায়ী ও সমর্থকদের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি মহান আল্লাহর কাছে দোয়া করেন, যেন তিনি বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করেন এবং শোকাহত সকলকে এই গভীর ক্ষতি সহ্য করার শক্তি ও ধৈর্য প্রদান করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন