আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ভারতে অনুপ্রবেশের সময় আটক ৪

উপজেলা প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)

ভারতে অনুপ্রবেশের সময় আটক ৪

মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে চারজন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে বিজিবি সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকালে শ্যামকুড় ও শ্রীনাথপুর বিওপির টহলদল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের সময় চারজন বাংলাদেশিকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে দুজন নারী রয়েছে। তারা সবাই গোপালগঞ্জসহ বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা।

পরে আটকদের মহেশপুর থানায় সোপর্দ করা হয় বলে জানায় বিজিবি।

এদিকে শ্যামপুর ও রাজাপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৩ বোতল ভারতীয় মদ ও ৩৪ বোতল মাদক সিরাপ উদ্ধার করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন