আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার

পাবনার ভাঙ্গুড়ায় পৃথক অভিযানে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ।

এরা হলেন, উপজেলার পুইবিল গ্রামের মহসিন আলীর ছেলে বায়েজিদ হোসেন ও পাথরঘাটা গ্রামের আয়েজ উদ্দিন মানিকের ছেলে সুমন হোসেন। তারা দুজনেই উপজেলা ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে।

বিজ্ঞাপন

সোমবার গভীর রাতে নিজ নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান আমার দেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতদের মধ্যে বায়েজিদ ভাঙ্গুড়া প্রেসক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক মানিক হোসেনের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার দুই নম্বর আসামি। সে সময় বায়েজিদের নেতৃত্বে সাংবাদিক মানিকের ওপর নৃশংস হামলা চালিয়ে তার একটি পা ভেঙে দেওয়া হয়।

ওসি জানান, উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন বিএনপি অফিসের সামনে ককটেল বিস্ফোরণ মামলায় পৃথক অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ওই দুই কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আইনি প্রক্রিয়া শেষে আজ মঙ্গলবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে পাবনা কারাগারে পাঠানো হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন