চট্টগ্রামের হাটহাজারীতে বিয়ের সামাজিক বৈঠকে (পানসল্লার) অনুষ্ঠানে বাবু নামের (৪০) এক ব্যক্তিকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছে।
শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নস্থ মুছা সওদাগরের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত বাবু মুছা সওদাগরের বাড়ির মুক্তিযোদ্ধা জহুরুল হক কোম্পানির বড় ছেলে। তিনি নাজিরহাট ঘাট স্টেশন এলাকার একজন ব্যবসায়ী।
স্থানীয় সূত্রে জানা যায়, শুরুবার রাতে ওই বাড়িতে বিয়ের প্রস্তুতিমূলক সামাজিক বৈঠক (পানসল্লা) চলছিল। এ সময় বৈঠকে বাবুর সাথে একই বাড়ির জসিমের (৪৮) সাথে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে জসিম ঘর থেকে ছুরি নিয়ে এনে বাবুর গলায় আঘাত করলে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই বাবুর মৃত্যু হয়। ছুরিকাঘাতের সময় উপস্থিত বাবুর ভাই ইমরুল হোসেন বাচ্চু (৩৫) ও চাচাতো ভাই ইমন (২১) বাবুকে উদ্ধার করতে গেলে ঘাতক জসিম তাদেরকেও ছুরি দিয়ে আঘাত করে।
আহত দুইজনকে নাজিরহাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় লোকজন ঘাতক জসিমকে স্থানীয় একটি হোটেলে আটক করে রাখে। খবর পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশকে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেস্টা করছে।
হাটহাজারী মডেল থানার ওসি মনজুর কাদের ভুঁইয়া সত্যতা নিশ্চিত করে জানান, আমি এখন ঘটনাস্থলে আছি। পরে বিস্তারিত জানানো হবে।

