আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত জোটের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
সোমবার দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা মনিরা হকের কার্যালয়ে উপস্থিত মনোনয়নপত্র দাখিল করেন তিনি।
মনোনয়ন পত্র জমা দেয়ার আগে নিজের পিতার কবর জিয়ারত ও মায়ের দোয়া নেন তিনি। এছাড়া শর্শদীস্থ নিজ বাড়িতে মিলাদ ও দোয়ার অনুষ্ঠান আয়োজন করা হয়। সেখানে সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
বাড়ি থেকে রওয়ানা হয়ে দল এবং জোট নেতাদের সাথে নিয়ে মনোনয়ন পত্র জমা দিতে যান মজিবুর রহমান মঞ্জু।
মনোনয়ন পত্র জমা দেয়ার সময় নির্বাচনি আইন মেনে পাঁচজন উপস্থিত ছিলেন। তারা হলেন, এবি পার্টির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম বাদল, জেলা আহবায়ক মাস্টার আহসানুল্লাহ, এনসিপির জেলা আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকত, বিশিষ্ট এনজিও ব্যক্তিত্ত্ব মায়মুনা আক্তার রুবি, জেলা প্রচার সম্পাদক হাবীব মিয়াজি।
মনোনয়ন পত্র জমা দেয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মঞ্জু বলেন, জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার বাস্তবায়ন এবং শহীদ ওসমান হাদিসহ সকল হত্যাকাণ্ডের বিচার প্রশ্নে যারা বেশি কমিটেড তাদের সাথে আসন সমঝোতা হয়েছে।
এসময় তিনি আরও বলেন, ফেনী সদর আসনের প্রার্থী অধ্যাপক লিয়াকত আলী ভুঁইয়াকে একজন জনপ্রিয় ও অভিজ্ঞ রাজনীতিবিদ উল্লেখ করে মঞ্জু বলেন, বৃহত্তর স্বার্থে অধ্যাপক লিয়াকত আলীর প্রার্থীতা ত্যাগ ফেনীবাসী শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে। সবাই মিলে ঐক্যবদ্ধভাবে ফেনীর উন্নয়ন ও সংস্কার বাস্তবায়নে কাজ করবেন তিনি।
উল্লেখ্য আসন সমঝোতার অংশ হিসেবে ফেনী দুই আসনে জামায়াতের প্রার্থী লিয়াকত আলী ভুঁইয়া মজিবুর রহমান মঞ্জুকে সমর্থন দিয়ে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে গেছেন।
অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেফতারে বিশেষ অভিযান চালানোর দাবিও জানান মঞ্জু। মনোনয়ন পত্র জমা দেয়ার সময় বিএনপি নেতা ও ফেনী তিন আসনের প্রার্থী আব্দুল আওয়াল মিন্টু, ফেনী এক আসনের বিএনপি প্রার্থী রফিকুল আলম মজনু, জামায়াতের জেলা আমির মুফতি আব্দুল হান্নান, ঢাকা মহানগর জামায়াত নেতা ও ফেনী তিন আসনের প্রার্থী ডাক্তার ফখরুদ্দিন মানিকের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন মজিবুর রহমান মঞ্জু।
এর আগে দল জোট নেতাদের সাথে মতবিনিময় করেন তিনি। সেখানে উপস্থিত ছিলেন, জামায়াতের ঢাকা মহানগর নেতা মেসবাহ উদ্দিন সাঈদ, জেলা জামায়াতের প্রচার সম্পাদক আ ন ম আব্দুর রহিম, এবি পার্টির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদল, জেলা আহ্বায়ক মাস্টার আহসানুল্লাহ, এনসিপির জেলা আহ্বায়ক জাহিদুল ইসলাম, এবি পার্টি জেলার আহ্বায়ক মাষ্টার আহছান উল্যাহ, সিনিয়র যুগ্ন আহবায়ক আফলাতুন বাকী, সদস্য সচিব ফজলুল হক, যুগ্ম সদস্যসচিব নজরুল ইসলাম কামরুল, অর্থ সম্পাদক শাহীন সুলতানী,এনসিপির জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডভোকেট মনসুর আহমদ, যুগ্ন সদস্যসচিব মুহাইমিন তাজিম, বদরুদ্দোজা নোবেল, সাংগঠনিক সম্পাদক সুজা উদ্দিন সজিব,জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক সম্পাদক সাইদ অনিসহ গণতান্ত্রিক সংস্কার জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

