সিরাজগঞ্জে গৃহবধূকে হত্যা মামলায় স্বামী-ননদের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ১৬: ৫৩

সিরাজগঞ্জের রায়গঞ্জে জিয়াছমিন খাতুন নামে এক গৃহবধূকে হত্যার দায়ের স্বামী ও ননদের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ মো. ইকবাল হোসেন এরায় প্রদান করেন।

জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রফিক সরকার এ-তথ্য নিশ্চিত করে বলেন, মামলার মোট আসামী ৬ জন। এদের মধ্যে দুই জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও চার জনকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন, সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া গ্রামের শুকুর আলী প্রামাণিকের ছেলে দোলন হোসেন প্রামাণিক ও তার মেয়ে সুজনী খাতুন (ভাই-বোন)।

খালাসপ্রাপ্তরা হলেন, আবুল কালাম, আব্দুল হামি, আন্তাহার আলী ও রমেছা বেগম।

মামলার অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, ২০১০ সালে রায়গঞ্জ উপজেলার ধানগড়া গ্রামের শুকুর আলী প্রামাণিকের ছেলে দোলন হোসেন প্রামাণিকের সঙ্গে একই গ্রামের জিয়াছমিন খাতুনের বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসার জীবনে একটি ছেলে ও একটি মেয়ে সন্তান জন্ম গ্রহণ করে। পারিবারিক বিরোধের জেরে দোলন হোসেন তার স্ত্রীকে বিভিন্ন সময় শারীরিক ভাবে নির্যাতন করে আসছিলো। এনিয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা একাধিবার শালিশী বৈঠকও করে। পারিবারিক বিরোধের জেরে ২০১৯ সালের ১৩ জুন জিয়াছমিন খাতুনের হত্যা করে স্বামী ও তার পরিবারের সদস্যরা।

এঘটনায় নিহতের পিতা হাজী মো. ইউছুব আলী প্রামাণিক বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে রায়গঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর ৬ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগ-পত্র দাখিল করে পুলিশ। আসামীর মধ্যে দুই জনকে যাবজ্জীবন কারাদন্ড ও চার জনকে বেকসুর খালাস প্রদান করে আদালত।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত