আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ধনবাড়ীতে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪

উপজেলা প্রতিনিধি, ধনবাড়ী (টাঙ্গাইল)

ধনবাড়ীতে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪

টাঙ্গাইলের ধনবাড়ীর বলদী আটা বাস-স্ট্যান্ড এলাকায় সিএনজি-পিক-আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও চারজন আহত হয়েছে। সোমবার(১১ নভেম্বর) সকালে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

ধনবাড়ী থানার ওসি এস.এম শহিদুল্লাহ জানান, সোমবার ভোর সকাল সাড়ে ৬টার দিকে জামালপুর থেকে ছেড়ে আসা মধুপুরগামী একটি যাত্রীবাহী সিএনজি’র সাথে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি পিকাআপ ভ্যানের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় সিএনজিতে থাকা ৫ জন যাত্রী গুরুতর আহত হয়।

খবর পেয়ে ধনবাড়ী থানা পুলিশ ও ধনবাড়ী ফায়ার স্টেশনের উদ্ধার কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পরে সুমন নামের এক যাত্রী নিহত হয়।

নিহত যাত্রী জামালপুর জেলার সদর উপজেলার ছোনটিয়া টেকী শেখ বাড়ির আব্দুর রাজ্জাকের ছেলে সুমন মিয়া(২৯)। তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানাযায়নি। নিহত সুমন মিয়া জামালপুর সদরে একটি বে-সরকারি ঔষধ কোম্পানিতে কর্মরত ছিলেন। তিনি এক কন্যা সন্তানের জনক।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন