চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে এবার কাফনের কাপড় বেঁধে সড়কে বিক্ষোভ মিছিল করেছেন দলের নেতা-কর্মীরা। সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদকে সরিয়ে দলের ত্যাগী কাউকে প্রার্থী করার দাবিতে রবিবার ( ২৩ নভেম্বর) বিকেলে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বাসস্ট্যান্ড এলাকায় শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা জানান, দলের মনোনয়ন পাওয়া লায়ন হারুনুর রশিদের কোনো হদিস ছিল না বিগত ১৭ বছর। তিনি দলের দুর্দিনে নেতা-কর্মীদের একা ফেলে ঢাকায় এসি রুমে ছিলেন। উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এমএ হান্নান দল এবং নেতা-কর্মীদের আগলে রেখেছেন। তিনি নিজেই একজন মামলা হামলা কারা নির্যাতিত ও ত্যাগী নেতা।এমন নিবেদিত নেতাকে বঞ্চিত করে সুবিধাবাদী একজনকে মনোনয়ন দেওয়ায় নেতা-কর্মীরা হতাশ হয়েছেন।
সাবেক পৌর মেয়র ও উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মঞ্জিল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর বিএনপির আহ্বায়ক আমানত হোসেন গাজী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. আবুল কালাম আজাদ, আবু জাফর খসরু মোল্লা, ফারুক আহমেদ খান, মাসুদ হোসেন, পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক জামাল হোসেন, উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন, পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী প্রমুখ ।
এর আগে উপজেলার বিভিন্ন এলাকার বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতা-কর্মী বিক্ষোভ মিছিলে অংশ নেন। এ সময় নেতা-কর্মী কাফনের কাপড় মাথায় বেঁধে বিএনপির মনোনয়ন পরিবর্তন করে উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এমএ হান্নানকে দেয়ার দাবিতে নানা স্লোগান দেন।
উল্লেখ, গত ৩রা নভেম্বর বিএনপির প্রাথমিক পর্যায়ে বিএনপিরকেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন মো. হারুনুর রশিদকে মনোনয়ন দেয়ারপর থেকেই উক্ত মনোনয়ন পরিবর্তন করে চূড়ান্ত পর্যায়ে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এমএ হান্নানকে মনোনয়ন দেয়ার দাবিতে অগ্নিসংযোগ করে সড়ক অবরোধ, মশালমিছিল, কালোপতাকা মিছিল, কাপনের কাপড় পরে সড়ক অবরোধসহ নানান কর্মসূচি পালন করেছে বিএনপি, যুবদল,স্বেচ্ছাসেবক দল,ছাত্রদল ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

