আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ছয় ঘন্টা পর রেল অবরোধ প্রত্যাহার রাবি শিক্ষার্থীদের

প্রতিনিধি, রাবি

ছয় ঘন্টা পর রেল অবরোধ প্রত্যাহার রাবি শিক্ষার্থীদের

৪৭ তম বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে দ্বিতীয় দিনের মতো রেললাইন অবরোধ করে বিক্ষোভ করছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষার্থীরা। তবে জনভোগান্তির কথা চিন্তা করে ৬ ঘন্টা পর রাত ৮টায় অবরোধ প্রত্যাহার করেছেন তারা।

সোমবার বেলা ২টা থেকে রাত ৮টা পর্যন্ত ৬ ঘন্টা বিশ্ববিদ্যালয় সংলগ্ন স্টেশন বাজারে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এতে ৬ ঘন্টা ধরে রাজশাহীর সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ থাকে।

বিজ্ঞাপন

অবরোধ প্রত্যাহার করে ফলিত রসায়ন ও রয়াসন বিভাগের শিক্ষার্থী মাহবুব আলম বলেন, আমরা রাত ৮টার সময় রেল অবরোধ প্রত্যাহার করে নিয়েছি। কারণ জনভোগান্তি চরম পর্যায়ে চলে গেছিল। আমরা চাই না আমাদের জন্য আমাদের জন্য আমাদের মা-বোনরা কষ্ট পাক। এই জায়গা থেকে আমরা রেল অবরোধ প্রত্যাহার করেছি এবং তাদের যে ভোগান্তি হয়েছে তার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। আপাতত আর রেল অবরোধ করার কোনো কর্মসূচি নেই আমাদের।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন