মৌলভীবাজার ও মেহেরপুরে ১৪০ জনকে পুশ ইন করল ভারত

আমার দেশ ডেস্ক
প্রকাশ : ২৬ মে ২০২৫, ০৬: ০৩

মৌলভীবাজার ও মেহেরপুরে ১৪০ জনকে পুশ ইন করেছে ভারত। এর মধ্যে মৌলভীবাজার সীমান্ত দিয়ে ১২১ জন এবং মেহেরপুর সীমান্ত দিয়ে ১৯ জনকে বাংলাদেশে ঢুকিয়ে দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল রোববার তাদের বাংলাদেশে ঠেলে দেওয়া হয়।

গতকাল মেহেরপুরের মুজিবনগর উপজেলার সোনাপুর মাঝপাড়া সীমান্ত দিয়ে ১৯ জনকে বাংলাদেশ অভ্যন্তরে ঠেলে দেয় বিএসএফ। তারা সীমান্ত পার হয়ে কেদারগঞ্জ বাজারে অবস্থান করলে পুলিশ তাদের আটক করে। আটকদের মধ্যে বিভিন্ন বয়সি ৯ শিশু, পাঁচ নারী এবং পাঁচজন পুরুষ রয়েছে।

বিজ্ঞাপন

আটকদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা ভারতের হরিয়ানা রাজ্যে বসবাস করত। গত ছয়-সাত দিন আগে তাদের হরিয়ানা রাজ্যের বিভিন্ন এলাকা থেকে আটক করে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুর জেলে রাখা হয়। পরে রোববার মুজিবনগরের সোনাপুর মাঝপাড়া সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশ অভ্যন্তরে ঠেলে দেওয়া হয়।

মুজিবনগর থানার ওসি মিজানুর রহমান বলেন, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে গতকাল মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে ১২১ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে বিএসএফ। পরে তাদের আটক করে বিজিবি। আটকরা বাংলাদেশি নাগরিক বলে বিজিবি নিশ্চিত করেছে।

বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান ১২১ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটকদের বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে।

বড়লেখা থানার ওসি আবুল কাশেম সরকার বলেন, বড়লেখা সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় নারী ও শিশুসহ ১২১ জনক আটক করে বিজিবি। তাদের বড়লেখা থানায় সোপর্দ করা হয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত