আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিজিবি'র অভিযানে সীমান্ত পেরিয়ে আনা ১৫টি গরু জব্দ

উপজেলা প্রতিনিধি, নাইক্ষ্যংছড়ি (বান্দরবান)

বিজিবি'র অভিযানে সীমান্ত পেরিয়ে আনা ১৫টি গরু জব্দ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অভিযানে মিয়ানমার সীমান্ত পেরিয়ে আসা ১৫টি গরু জব্দ করা হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) সকাল ৭টার দিকে গর্জনীয়া ইউনিয়নের মাঝিরকাটা এলাকা থেকে এসব গরু জব্দ করা হয়।

বিজ্ঞাপন

১১ বিজিবি'র অধিনায়ক লে. কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস গণমাধ্যমে বলেন, ১৫টি গরু জব্দ হলেও খবর পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কোন ব্যক্তিকে শনাক্ত করা সম্ভব হয়নি।

তিনি বলেন, সীমান্ত পথে গরু চোরাচালান রোধকল্পে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) সীমান্ত এলাকায় কঠোর নজরদারি ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।

তিনি আরো বলেন, জব্দকৃত গরুগুলোর সিজার ফরম তৈরি করা হয়েছে। বিধিমোতাবেক কাস্টমসের মাধ্যমে গরুগুলো নিলামে দেয়া হবে দুই-একদিনের মধ্যে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন