ফের মৃদু শৈত্যপ্রবাহ পঞ্চগড়ে, তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৫, ১৩: ০৩

পঞ্চগড় ফের মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। দিন-রাতের তাপমাত্রার ব্যবধান কমে যাওয়ায় শীতের প্রকোপ বেড়েছে কয়েক গুন। গত মাস থেকেই তীব্র শীত অনুভূত হচ্ছে। কয়েকদিনের ব্যবধানে আবার বইছে মৃদু শৈত্যপ্রবাহ। তাপমাত্রা উঠানামা করছে ৭ থেকে ১২ ডিগ্রির ঘরে।

বিজ্ঞাপন

শুক্রবার সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিলো ৯৬ শতাংশ এবং গতিবেগ ছিলো ১১-১২ কিলোমিটার।

আবহাওয়া অফিসের তথ্যমতে, ৮ দশমিক ১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা বিরাজ করলে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়। সে হিসেবে এ এলাকার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

এদিকে, কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। রাত বাড়তে থাকলে বাড়ে শীতের দাপট। সকাল অবধি ঘর কুয়াশায় আচ্ছন্ন থাকে পথঘাট। বিশেষ করে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত শীত বেশি অনুভূত হচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কিছুটা বাড়লেও বিকেলের পর থেকে ফের বাড়ছে শীত।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, ‘আকাশের উপরিভাগে মেঘ এবং ঘন কুয়াশার কারণে শীত বেশি অনুভূত হচ্ছে। জানুয়ারি মাস জুড়ে এমন শীত থাকবে।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত