আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মনোনয়নপত্র জমা দিলেন গুলিবিদ্ধ সেই বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ

চট্টগ্রাম ব্যুরো

মনোনয়নপত্র জমা দিলেন গুলিবিদ্ধ সেই বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ

চট্টগ্রাম-৮ আসনে সন্ত্রাসীদের হামলায় গুলিবিদ্ধ হওয়া বিএনপির প্রার্থী ও নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন৷ তার মনোনয়নপত্র গ্রহণ করেন বিভাগীয় কমিশনার ড. জিয়াউদ্দিন।

বিজ্ঞাপন

এ সময় এরশাদ উল্লাহ বলেন, নির্বাচিত হলে কালুরঘাট সেতু বাস্তবায়ন করা আমার অন্যতম ঈমানী দায়িত্ব হবে৷ কোনোভাবেই যেনো এটি আটকে না যায় সেদিকে আমি সদা সচেষ্ট থাকব। এছাড়াও সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজিমুক্ত এলাকা গঠনে আমি বিশেষ ভূমিকা রাখতে চাই। এগুলো নিয়ে আমার ইশতেহার প্রকাশ করা হবে।

তিনি বলেন, এই আসনে বোয়ালখালী উপজেলা অন্তর্ভুক্ত৷ আমি বোয়ালখালীর মানুষের দু:খগুলো দূর করতে চাই। কৃষি, কৃষকের স্বার্থ, ফসল উৎপাদনে সহজে যন্ত্রপাতি, সেচ, সার-কীটনাশকের ব্যবস্থা করব। সেইসাথে জলবায়ু পরিবর্তনে কাজ করব। বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা, দরিদ্র শিক্ষার্থীদের পড়াশোনার ব্যবস্থা করা ও শিক্ষা, স্বাস্থ্য খাতে আমূল পরিবর্তন করাই হবে আমার অন্যতম কাজ৷

তিনি আরো বলেন, নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে৷ প্রার্থী ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে৷ অন্যথায় সুষ্ঠু ভোট হবে না৷ পলাতক স্বৈরাচারদের হাতে টাকা ও অবৈধ অস্ত্র দুটোই আছে। তারা চাইবে আমাদের নির্বাচনী ক্যাম্পেইনে বাধা দিতে, ভোটে ভোটারদের মাঝে আতঙ্ক সৃষ্টি করতে৷ তাই আমি মনে করি আইনশৃঙ্খলা বাহিনীও গোয়েন্দা সংস্থাগুলোকে অত্যন্ত সজাগ থাকতে হবে।

এদিকে শেষদিন সোমবার চট্টগ্রাম- ১১ আসনে বিএনপির প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী, জামায়াতের শহীদুল আলম, চট্টগ্রাম-১০ আসনে বিএনপির সাঈদ আল নোমান, জামায়াতের শামসুজ্জামান হেলালী, চট্টগ্রাম-৯ আসনে বিএনপির আবু সুফিয়ান, জামায়াতের ডা. ফজলুল হক, চট্টগ্রাম-৮ আসনে জামায়াতের ডা. আবু নাসের মনোনয়নপত্র দাখিল করেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...