আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মাদারীপু‌রে চা দোকানির ঝুলন্ত লাশ উদ্ধার

জেলা প্রতি‌নি‌ধি, মাদারীপুর

মাদারীপু‌রে চা দোকানির ঝুলন্ত লাশ উদ্ধার

মাদারীপুরের কালকিনি উপজেলার সমিতিরহাট বাজার থেকে চা দোকানির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত জাকির হাওলাদার (৪০) পূর্ব এনায়েতনগর ইউনিয়নের কালাই সরদারেরচর এলাকার বাসিন্দা ও মৃত রফিজুদ্দিন হাওলাদারের ছোট ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মঙ্গলবার ভোরে ফজরের নামাজের সময় জাকির হাওলাদার বাড়ি থেকে বাজারের উদ্দেশ্যে বের হন। পরে সকালে তার নিজ দোকানের ভেতরে আড়ার সঙ্গে গলায় মাফলার পেঁচানো অবস্থায় ঝুলন্ত লাশ দেখতে পান স্থানীয়রা।

বিজ্ঞাপন

সমিতির হাট বাজারের নৈশ প্রহরী আয়নাল হোসেন জানান, ফজরের আজানের সময় জাকির বাজারে এসে তার সঙ্গে কথা বলেন। এরপর তাকে দোকানের ভেতরে প্রবেশ করতে দেখেন তিনি।

মাওলানা আব্দুল কাইয়ুম বলেন, আমি প্রতিদিন ফজরের নামাজের পর জাকিরের দোকানে চা খেতে আসি। এসে দেখি দোকানের ঝাপ নামানো, কিন্তু দোকান খোলা হয়নি। কয়েকবার ডাকাডাকি করেও সাড়া না পেয়ে ঝাপের ফাঁক দিয়ে তাকালে অন্ধকারে কিছু বোঝা যাচ্ছিল না। পরে মোবাইলের আলো জ্বালিয়ে দেখি জাকির ভাইয়ের ঝুলন্ত লাশ। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা কালকিনি থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।

এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার উদ্ধার করে। প‌রে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের ম‌র্গে পাঠানো হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন