আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ক্ষমতায় গেলে সাগর–রুনি হত্যার বিচার করবে জামায়াত

আমার দেশ অনলাইন

ক্ষমতায় গেলে সাগর–রুনি হত্যার বিচার করবে জামায়াত
ছবি: আমার দেশ।

বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে সাংবাদিকদের ওপর হওয়া জুলুম নির্যাতনের বিচার ক্ষমতায় গেলে জামায়াত করবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর জেলা আমীর মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী। এসময় তিনি বলেন, সম্পাদক মাহমুদুর রহমানের উপর হামলা এবং সাগর রুনির হত্যার বিচারসহ অতীতে সাংবাদিকদের উপর যে জুলুম নির্যাতন হয়েছে তার বিচার নিশ্চিত করা হবে।

বিজ্ঞাপন

বুধবার (৭ জানুয়ারি) বিকেলে ফরিদগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের সঙ্গে জামায়াতে ইসলামীর জেলা আমীর, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সংসদ সদস্য ও ১২ দলীয় জোটের পদপ্রার্থী মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী এসব কথা বলেন।

তিনি বলেছেন, দৈনিক আমার দেশ পত্রিকা বন্ধ ও এর সম্পাদক মাহমুদুর রহমানের উপর হামলা এবং সাগর রুনির হত্যার বিচারসহ অতীতে সাংবাদিকদের উপর যে জুলুম নির্যাতন হয়েছে তার বিচার ইনশাআল্লাহ জামায়াতে ইসলাম তথা ১২ দল ক্ষমতায় আসলে করবে।

তিনি আরো বলেন, সাংবাদিকরা জাতির দর্পণ এবং সমাজে সত্য তুলে ধরার ক্ষেত্রে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি আপনাদের লেখনীর মাধ্যমে সাদাকে সাদা এবং কালোকে কালো বলবেন।

‎একই সাথে নির্ভীকভাবে সৎ সাহস নিয়ে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ভূমিকা রাখবেন।

মতবিনিময় সভায় এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফরিদগঞ্জ উপজেলা শাখার আমির ইউনুস হেলাল এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন পাটোয়ারী। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদগঞ্জ পৌরসভার আমির মিজানুর রহমান ও সেক্রেটারি মো. ফখরুল ইসলাম,ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মো. মামুনুর রশীদ পাঠান। সভায় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...