আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সৈয়দপুরে বিভাগীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, সৈয়দপুর (নীলফামারী)

সৈয়দপুরে বিভাগীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

নেদাউল কুরআন বাংলাদেশ আয়োজিত রংপুর বিভাগীয় হিফজুল কোরআন প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শেষ হয়েছে।

ফালাক ফাউন্ডেশনের সহযোগিতায় শনিবার সৈয়দপুর শহরের সরদার কনভেনশন সেন্টারে দিনব্যাপী ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

চূড়ান্ত পর্বের এ প্রতিযোগিতায় দুটি গ্রুপে ৩৬ জন প্রতিযোগী অংশ নেয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জুম্মাপাড়া মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা মোহাম্মদ ইউনুস।

সৈয়দপুর জামেয়া আরাবিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আবুল কালাম কাসেমীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফালাক ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, নেদাউল কুরআন বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মুফতি রেজাউল করিম।

প্রতিযোগিতা বাস্তবায়ন কমিটির সদস্য ও নেদাউল কুরআন বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক হাফেজ ক্বারী হোসাইন আহমাদ রফিকী জানান, উপজেলা থেকে জেলা পর্যায়ে নির্বাচিত প্রতিযোগিদের নিয়ে সেমিফাইনাল শেষে চুড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ৫ পারা ও ১০ পারা নামে দুটি গ্রুপের মধ্য থেকে ১ম, ২য় ও ৩য় স্থান হিসেবে ৬জনকে নির্বাচন করা হয়। নির্বাচিতদের মাঝে সনদ, ক্রেস্ট ও নগদ ১ লাখ ৫৫ হাজার টাকা প্রদান করা হয়।

৫ পারা গ্রুপের নির্বাচিতরা হলেন, রংপুর সদরের আইনুল উলূম মাদ্রাসার মো. সালমান ফারাবী আবির (১ম), দিনাজপুর সদরের মারকাযুল কুরআন আল ইসলামীয়া মাদ্রাসার মো. আল মুয়াজ (২য়) ও রংপুর সদরের নিশবেতগঞ্জ হিফজুল কুরআন মাদ্রাসার মো. আবদুল্লাহ (৩য়) এবং ১০ পারা গ্রুপের নির্বাচিতরা হলেন দিনাজপুর সদরের মাদরাসাতুল হুফফাজ ইন্টারন্যাশনালের জুনায়েদ ইসলাম (১ম), চিরিরবন্দরের আল-কলম ইউনিভার্সাল মাদরাসার আশিকুর জামান আরিফ (২য়) ও সৈয়দপুরের আল আকসা পারুল হিফজ মাদ্রাসার সোহাগ ইসলাম (৩য়)।

চুড়ান্ত পর্বের বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে নগদ টাকা, সনদ ও ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ। এছাড়া প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রতিযোগিদের ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন