চাটমোহরে ট্রেনের ছাদ থেকে পড়ে একজনের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, চাটমোহর (পাবনা)
প্রকাশ : ৩০ মার্চ ২০২৫, ১০: ৫৪

পাবনার চাটমোহরে ট্রেনের ছাদ থেকে পড়ে সামিরুল ইসলাম নামের ৩৫ বছর বয়সী এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার ভোরে উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের বামনগ্রাম রেল লাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সামিরুল ইসলাম ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার লখড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

বিজ্ঞাপন

ডিবিগ্রাম ইউনিয়নে মেম্বর নুর সালাম মৃধা ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার রাতে কুমিল্লায় নির্মাণ কাজে নিয়োজিত সামিরুল ও তার মামাতো শ্যালক একই উপজেলার কোন্দুপাড় মহরমপুরের মো. মনিরুল ইসলাম ঈদ করতে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ছাদে ঠাকুরগাঁও নিজ বাড়ীর উদ্দেশ্যে ঢাকার কমলাপুর স্টেশন থেকে রওয়ানা হয়। পথিমধ্যে চাটমোহর উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের বামনগ্রাম এলাকায় রোববার সকাল ৬টার দিকে ছাদ থেকে পরে যায় সামিরুল।

পরে স্থানীয়রা সামিরুলকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭টার দিকে সামিরুল মারা যান।

এ ব্যাপারে চাটমোহর থানা অফিসার ইনচার্জ মো. মঞ্জুরুল আলম জানান, লাশ হাসপাতালে রয়েছে। বিষয়টি জিআরপি পুলিশ সিরাজগঞ্জকে জানানো হয়েছে। তারা পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করবেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত