পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশের সর্বোচ্চ আদালতে দণ্ডপ্রাপ্ত আসামি। তাকে দেশে ফেরানোর জন্য ভারত সরকারের কাছে অনুরোধ করা হয়েছে। কিন্তু এ বিষয়ে এখনো দেশটির পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। আসলে এ ধরনের বিষয় দ্রুত সমাধান হয় না। ভারতের পক্ষ থেকে কী প্রতিক্রিয়া আসে, তা পর্যবেক্ষণ করা হচ্ছে। এখন পর্যন্ত শুধু জানা গেছে, বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করছে প্রতিবেশী দেশটি।
শুক্রবার সকালে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে কবে আসতে পারেন জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, ‘তারেক সাহেব কবে আসবেন, এ সম্পর্কে আমার কাছে কোনো তথ্য নেই। তার স্ত্রী দেশে এসেছেন। আজ যতটুকু জানলাম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হচ্ছে না। কারণ, বিমানটিতে টেকনিক্যাল সমস্যা আছে বলে জানা গেছে। সেক্ষেত্রে দুয়েকদিন দেরি হতে পারে। আপনারাও জানতে পারবেন।’
তিনি বলেন, চীনের অর্থায়নে ঢাকায় এক হাজার শয্যার একটি হাসপাতাল নির্মাণের কথা ছিল। সরকার সেটি নীলফামারীতে করার সিদ্ধান্ত নিয়েছে। এমনভাবে পরিকল্পনা করা হয়েছে, যাতে রংপুর অঞ্চলের পাশাপাশি ভারত, ভুটানসহ অন্যান্য দেশের মানুষও এখান থেকে চিকিৎসা নিতে পারেন।
রংপুর অঞ্চলে কলকারখানা ও ব্যবসা-বাণিজ্য কম, এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কর্মসংস্থান। তাই কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ চলছে। আশা করি এ অঞ্চল আরো উন্নত হবে। ভবিষ্যতে যারা ক্ষমতায় যাবেন, তারাও বিষয়টি খেয়াল রাখবেন।
তিনি আরো বলেন, আমাদের সময় খুবই সীমিত। নির্বাচন সঠিকভাবে হয়ে যাবে ফেব্রুয়ারিতে। নির্বাচিতদের হাতে দেশের ভার দিয়ে আমরা সরে যাব। আমরা চাই দেশের দায়িত্ব নির্বাচিত প্রতিনিধিদের হাতে এমনভাবে দিয়ে যেতে, যাতে তারা এক থেকে দেড় বছরের মধ্যেই দেশকে কাঙ্ক্ষিত পথে এগিয়ে নিতে পারেন।
উপদেষ্টা বলেন, মানুষের অনেক প্রত্যাশা, আমরা যেন সব রিফর্ম (সংস্কারকাজ) শেষ করে যাই। কিন্তু এটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। যারা ভবিষ্যতে ক্ষমতায় আসবেন, তারা যেন জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে পারেন। আমরা আশা করি তারা দেশের সর্বত্র সমতা ও সুষম উন্নয়ন নিশ্চিত করবেন।
এদিকে, চারদিনের সফরকালে তৌহিদ হোসেন রংপুর শহরের গুরুত্বপূর্ণ স্থান ও স্থাপনা পরিদর্শন করবেন। শনিবার সকালে তিনি রংপুর প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। এরপর বিকালে রংপুর ক্যাডেট কলেজ পরিদর্শন করবেন।
রোববার দুপুরে তিনি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুরা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন। ওই দিন বিকালে সৈয়দপুর বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন তিনি।

