আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নুরের আসনে সতন্ত্র প্রার্থী হিসেবে হাসান মামুনের মনোনয়নপত্র দাখিল

গলাচিপা ও দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

নুরের আসনে সতন্ত্র প্রার্থী হিসেবে হাসান মামুনের মনোনয়নপত্র দাখিল
ছবি: আমার দেশ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে নুরের বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন হাসান মামুন। একই দিনে বিকেলে মনোনয়নপত্র জমা দেন ইসলামী শাসন তন্ত্র আন্দোলনের প্রার্থী মুফতী আবু বকর সিদ্দীক। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন এসএম ফজলুল হক। সোমবার (২৯ ডিসেম্বর) দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, যুগপৎ আন্দোলনের শরিক দল হিসেবে দলীয় প্রার্থী না দিয়ে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে আসনটি ছেড়ে দিয়েছেন বিএনপি। তবে এ আসনটিতে ব্যাপক জনপ্রিয়তা নিয়ে শক্ত অবস্থানে ছিল বিএনপির মনোনয়ন প্রত্যাশী ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন। গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের সাথে আসন সমঝোতা হলেও গলাচিপা-দশমিনা আসনে জোটে যেতে নারাজ বিএনপির নেতাকর্মীরা। গত ২৪ তারিখ হাসান মামুনের পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করেন গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. সিদ্দিকুর রহমান। সোমবার ২টার দিকে দশমিনা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন হাসান মামুন।

বিজ্ঞাপন

হাসান মামুন বলেন, আমি বিশ্বাস করি এখানের স্থানীয় বিএনপি এবং স্থানীয় সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবেই আমি নির্বাচনে অংশগ্রহণ করেছি। দল যে সাংগঠনিক ব্যাবস্থা নিবে। সেই সাংগঠনিক ব্যবস্থা আমি গ্রহণ করেই এসেছি।

ইসলামী শাসন তন্ত্র আন্দোলনের প্রার্থী মুফতী আবু বকর সিদ্দীক, আমরা দশ দল একত্রে জোট হয়েছি, কিন্তু আমরা সবাই মনোনয়ন জমা দিয়েছি প্রার্থীর অবস্থান বুঝে সেখান থেকে ২০ তারিখের মধ্যে প্রার্থী প্রত্যাহার করবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন