আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইসলামের ইনসাফের বাক্স ছিনতাই হয়ে গেছে: মুফতি রেজাউল করীম

উপজেলা প্রতিনিধি, ফুলবাড়ীয়া (ময়মনসিংহ)

ইসলামের ইনসাফের বাক্স ছিনতাই হয়ে গেছে: মুফতি রেজাউল করীম
ফাইল ছবি

ইসলামের ইনসাফের বাক্স ছিনতাই হয়ে গেছে। আমরা এই স্লোগান দিয়েছিলাম, ‘বাংলাদেশের মানুষের ভোট ইসলামের পক্ষে’, কিন্তু সেই বাক্সে এখন প্রচলিত আইন অনুসারে দেশের বিষয়াদি পরিচালনার বিষয়টি রয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

রোববার পশু হাসপাতাল মোড়ে অনুষ্ঠিত নির্বাচনি পথসভায় মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ইসলামী আন্দোলন একমাত্র দল যে একমাত্র হাত-পাখা প্রতীক নিয়ে এসেছে ইসলামের নীতি ও আদর্শের মাধ্যমে ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে।

পথসভায় নেতাকর্মীদের উদ্দেশে মুফতি রেজাউল করীম বলেন, বিভিন্ন দল নির্বাচনে অংশগ্রহণ করছে, এর মধ্যে ইসলামী আন্দোলন একমাত্র দল। আগামী নির্বাচনে ‘হাত-পাখা’ প্রতীক নির্বাচিত হলে দেশের মানুষের মুখে হাসি ফুটবে।

সভায় হাত-পাখার প্রার্থী মুফতি নূরে আলম সিদ্দিকীসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন