সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্র জানায়, শনিবার (২৪ জানুয়ারি) দিবাগত রাতে আনুমানিক ২টা ৩০ মিনিটে নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি)-এর অধীন নীলডুমুর আরবিজি কোম্পানির কৈখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন হাবিলদার মো. শাহাবুর রহমান।
বিওপি থেকে আনুমানিক ১ কিলোমিটার এবং আন্তর্জাতিক সীমান্ত থেকে প্রায় ২০০ মিটার দক্ষিণে কৈখালী সুইজগেট বেরিবাঁধ এলাকায় মালিকবিহীন অবস্থায় এসব অবৈধ সামগ্রী উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে একটি বিদেশি রিভলভার, ৬ রাউন্ড গুলি, ভারতীয় ৩ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫০ বোতল ভারতীয় ‘উইন কেয়ারেক্স’ কফ সিরাপ।
বিজিবির হিসাব অনুযায়ী, উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১১ লাখ ৩১ হাজার ২০০ টাকা।
সূত্র আরো জানায়, উদ্ধার করা আগ্নেয়াস্ত্র ও গুলি আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শ্যামনগর থানায় জমা দেওয়া হবে এবং মাদকদ্রব্য ব্যাটালিয়ন সদর দপ্তরে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

