নোয়াখালী জেলা জামায়াতের সেক্রেটারি ও নোয়াখালী-৩ বেগমগঞ্জ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী মাওলানা মো. বোরহান উদ্দিন বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেউ বানচালের ষড়যন্ত্র করলে জনগণ তা প্রতিহত করবে।
শনিবার রাতে জেলার প্রধান বাণিজ্যিক নগরী বেগমগঞ্জের চৌমুহনীতে জামায়াতের নির্বাচন অফিসে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মতবিনিময় সভায় জামায়াতে ইসলামী ছাড়া জোটের শরিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নির্বাচনের কর্মকৌশল ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে জামায়াতে ইসলামীর অবস্থান নিয়ে ব্রিফিং করেন মাওলানা বোরহান উদ্দিন।
মাওলানা বোরহান বলেন, জাতীয় সংসদ নির্বাচন সবার অংশগ্রহণে আবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ার জন্য জামায়াতে ইসলাম একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে। জনগণের আকাঙ্ক্ষা ভোটের অধিকার প্রতিষ্ঠা ও নির্বাচনকে অর্থবহ করা জামায়াতের লক্ষ্য।
জনগণ না চাইলে অন্যায়, জবরদখল ও ভোট চুরি করে এমপি হওয়ার ইচ্ছা নেই আমাদের। আমাদের ১১ দলীয় জোটের দ্বারা এখনো কোন আচরণ বিধি লঙ্ঘিত হয়নি। জামায়াতকে লক্ষ্য করে বিভিন্ন রাজনৈতিক দল জান্নাতের টিকিট সংক্রান্ত যে, অপপ্রচার চালাচ্ছে, এটি হাওয়া থেকে ওঠে আসা কথা, আদৌ এটি সঠিক নয়।
তিনি অভিযোগ করেন, নির্বাচনি মাঠে ও গণসংযোগে তারা প্রতিপক্ষের দ্বারা বিভিন্ন স্থানে বাধাগ্রস্ত হচ্ছেন। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ভোটারদের হ্যাঁ এর পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
বোরহান উদ্দিন সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, অসত্য উস্কানী মূলক ও বিভ্রান্তি মূলক তথ্য প্রচার যাতে না হয়, সেদিকে লক্ষ্য রাখার জন্য আহ্বান জানান।
নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি দ্বীন মোহাম্মদ এর সভাপতিত্বে, নির্বাচন কমিটির সদস্য সচিব ও জামায়াতের বেগমগঞ্জ উপজেলা আমির মাওলানা আবু জায়েদ এর সঞ্চালনায়, এতে বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির ও কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য মাওলানা আলা উদ্দিন, জেলা জামায়াত ইসলামীর শিল্প ও সংস্কৃতি সম্পাদক নাসিমুল গনি চৌধুরী মহল, বাংলাদেশ খেলাফত মজলিস এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুফতি সালাহ উদ্দিন, বাংলাদেশ খেলাফত মজলিস নোয়াখালী জেলা সিনিয়র সহসভাপতি মুফতি আবদুস শহীদ, এলডিপির বেগমগঞ্জ আহ্বায়ক বদিউল আলম মোল্লা, এনসিপির বেগমগঞ্জ উপজেলার আহ্বায়ক নুর আলম মুন্না প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

