ময়মনসিংহ-১১ আসন ভালুকায় স্বতন্ত্র প্রাথী আলহাজ্ব মুহাম্মদ মুর্শেদ আলমের সমর্থক ছাত্রদলের সদস্য সচিব আদি খান শাাকিল পৌরসদরের কানা মার্কেট নামক স্থানে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে বিকালে হরিণ মার্কার প্রচারনা চালাতে যায়। এ সময় বিএনপির প্রার্থী ফখর উদ্দিন আহাম্মেদ বাচ্চুর কর্মী সমর্থকরা তাদের উপর হামলা করে।
এতে একটি মাইক্রোবাসসহ কয়েকটি মটরসাইকেল ভাঙচুর করার অভিযোগ উঠে। এঘটনার প্রতিবাদে স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকরা উপজেলা সদরে বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর করে চলে যায়।
পরে বিএনপির কর্মী সমর্থকরা জড়ো হয়ে শাকিলের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়। পরে স্বতন্ত্র প্রার্থীর অফিস ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়।
স্থানীয় ফায়ার সার্ভিস প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে। সংঘর্ষে ছাত্রদলের সাবেক সভাপতি মতিউর রহমান মিল্টনসহ দুই পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়। গুরুতর আহত ৪ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হামলার ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় দুই ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। খবর পেয়ে পুলিশ সেনাবাহিনী ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

