সৌদি সরকার কর্তৃক

চৌদ্দগ্রামে এতিমখানা-মাদ্রাসায় দুম্বার গোসত বিতরণ

উপজেলা প্রতিনিধি, চৌদ্দগ্রাম (কুমিল্লা)
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ২০: ০৬

সৌদিআরব সরকার কর্তৃক মানবিক সহায়তা হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে প্রেরিত ৩৬ কার্টুন দুম্বার গোসত চৌদ্দগ্রামের ৩২টি এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করেছে উপজেলা প্রশাসন।

বিজ্ঞাপন

মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামাল হোসেন এতিমখানা ও মাদ্রাসা প্রধানদের নিকট দুম্বার গোসত তুলে দেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালা আজাদ এবং উপজেলার সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানগণ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামাল হোসেন বলেন, দুম্বার গোসত এতিম ও অসহায়দের মাঝে বিতরণের জন্য সৌদি সরকার পাঠিয়েছে। তাই, চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার তের ইউনিয়নের ৩২ এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য গোসতগুলো প্রতিষ্ঠান প্রধানদের নিকট হস্তান্তর করা হয়েছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত