উপজেলা প্রতিনিধি, দেবিদ্বার (কুমিল্লা)
কুমিল্লার দেবিদ্বার পৌর এলাকার ছোট আলমপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. তুহিন (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সে ছোট আলমপুর উত্তর পাড়ার মো. ফারুক হোসেনের মেজো ছেলে।
বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় পৌর এলাকার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দেবিদ্বার পৌর এলাকার ছোট আলমপুর উত্তর পাড়ার বাচ্চু মিয়ার বাড়ির মো. ফারুক হোসেনের মেজো ছেলে মো. তুহিন পেশায় দোকান কর্মচারী। প্রতিদিনের মতো রাতে দোকান বন্ধ করে বাড়িতে যায়। পরে বাড়ির পাশে বন্ধুদের সাথে ব্যাডমিন্টন খেলে। খোলা শেষ হলে বাড়িতে গিয়ে রাতের খাবার খেয়ে ঘুমাতে যায়। এ সময় তার রুমের ফ্যানের লাইন নষ্ট দেখে তা মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় তুহিন। পরে স্বজনরা দ্রুত দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাবা মো. ফারুক হোসেন বলেন, তুহিন রাতে ঘুমাতে গিয়ে দেখে তার রুমের ফ্যান চলে না। একপর্যায়ে দেখে বিদ্যুতের তার ছিঁড়ে পুরো ঘরে আর্থিং হয়ে আছে। এ সময় সে লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার বলে আমার ছেলে আর নেই।
এ ব্যাপারে দেবিদ্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাঈনউদ্দিন বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ আমরা পাইনি। খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
কুমিল্লার দেবিদ্বার পৌর এলাকার ছোট আলমপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. তুহিন (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সে ছোট আলমপুর উত্তর পাড়ার মো. ফারুক হোসেনের মেজো ছেলে।
বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় পৌর এলাকার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দেবিদ্বার পৌর এলাকার ছোট আলমপুর উত্তর পাড়ার বাচ্চু মিয়ার বাড়ির মো. ফারুক হোসেনের মেজো ছেলে মো. তুহিন পেশায় দোকান কর্মচারী। প্রতিদিনের মতো রাতে দোকান বন্ধ করে বাড়িতে যায়। পরে বাড়ির পাশে বন্ধুদের সাথে ব্যাডমিন্টন খেলে। খোলা শেষ হলে বাড়িতে গিয়ে রাতের খাবার খেয়ে ঘুমাতে যায়। এ সময় তার রুমের ফ্যানের লাইন নষ্ট দেখে তা মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় তুহিন। পরে স্বজনরা দ্রুত দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাবা মো. ফারুক হোসেন বলেন, তুহিন রাতে ঘুমাতে গিয়ে দেখে তার রুমের ফ্যান চলে না। একপর্যায়ে দেখে বিদ্যুতের তার ছিঁড়ে পুরো ঘরে আর্থিং হয়ে আছে। এ সময় সে লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার বলে আমার ছেলে আর নেই।
এ ব্যাপারে দেবিদ্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাঈনউদ্দিন বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ আমরা পাইনি। খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
ট্রলারটিতে থাকা প্রায় ১০০০ কেজি ইলিশসহ বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ আদালতের পাঠানো হবে। এছাড়া ট্রলারসহ জেলেদেরকে মোংলা থানা পুলিশে হস্তান্তর করা হবে।
৫ মিনিট আগেনারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির (বার) ভবনের ছাদ থেকে পড়ে ঠিকাদারের মৃত্যু হয়েছে। নিহতের নাম মেহেদী হাসান রিপন (৩৮)। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর আনুমানিক ২টার দিকে জেলা আইনজীবী সমিতি ভবনের নির্মাণাধীন অংশে এ দুর্ঘটনা ঘটে।
১৪ মিনিট আগেসাভারে পূর্ব শত্রুতার জের ধরে বিএনপি নেতা আবু সাঈদকে কুপিয়ে হত্যা ও ২০ জনকে আহত করার ঘটনায় যুবলীগ কর্মী আনোয়ার হোসেনকে বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে পুলিশ।
২৫ মিনিট আগেমৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক ঘণ্টার ব্যবধানে বেওয়ারিশ কুকুরের কামড়ে তিন শিশু আহত হয়েছে। এরমধ্যে গুরুতর অবস্থায় আফসানা নামে এক শিশুকে মৌলভীবাজার সদর হাসপাতাল থেকে সিলেটের এম.এ.জি. ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
২৬ মিনিট আগে