আমার দেশ এ সংবাদ প্রকাশের পরই নড়েচড়ে বসেছে প্রশাসন

প্রতিনিধি, কুয়াকাটা (পটুয়াখালী)

পটুয়াখালীর মহিপুর-আলিপুর মৎস্য বন্দরজুড়ে জাটকা ইলিশ ধরা, বিক্রি ও বাজারজাতকরণে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবাধ বেচাকেনার সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে প্রশাসন। শনিবার দুপুরে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউসার হামিদ নিজে বন্দর এলাকায় পরিদর্শনে যান এবং পরিস্থিতি সরেজমিনে পর্যালোচনা করেন।
এর আগে শনিবার সকালে ‘মহিপুরে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা নিধন, নেই প্রশাসনের নজরদারি’ শিরোনামে আমার দেশ অনলাইন–এ প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানে উল্লেখ করা হয়, সরকারি নিষেধাজ্ঞা চলমান থাকা সত্ত্বেও বন্দরের আড়তগুলোতে প্রতিদিন অর্ধকোটি টাকার জাটকা কেনাবেচা হচ্ছে, আর প্রশাসনের অভিযান কেবল মহাসড়কেই সীমাবদ্ধ।
প্রতিবেদন প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তৎপরতা দেখা যায়। ইউএনও কাউসার হামিদ মহিপুর ও আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্র পরিদর্শন করেন। তিনি মাছ আড়ত, ট্রলার ঘাট ও বাজার এলাকা ঘুরে দেখেন এবং ব্যবসায়ীদের জাটকা ধরা ও বিক্রি বন্ধে কঠোরভাবে সতর্ক করেন।
ইউএনও কাউসার হামিদ আমার দেশকে বলেন, ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারের আরোপিত নিষেধাজ্ঞা কঠোরভাবে পালন করা হচ্ছে। নিষেধাজ্ঞার সময় কেউই অপরিপক্ব ইলিশ (জাটকা) ধরতে পারবে না। মৎস্যসম্পদ রক্ষায় প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি জেলেদের বৈধ মাছ ধরায় উৎসাহিত করা ও সচেতনতা বাড়াতে নিয়মিতভাবে নজরদারি পরিচালনা করা হচ্ছে।
এর আগে স্থানীয় মৎস্যজীবীদের একাধিক সূত্র জানায়, সাগরে বড় ইলিশ না থাকায় জেলেরা বাধ্য হয়েই জাটকা ধরছে। বিকল্প জীবিকার ব্যবস্থা না থাকায় নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে না বলেও অভিযোগ ওঠে।
এদিকে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, আগামী দিনগুলোতে বন্দর এলাকার ভেতরে নিয়মিত ও সমন্বিত অভিযান চালানো হবে, যাতে কেউ নিষিদ্ধ জাটকা ধরা বা বিক্রি করতে না পারে।
স্থানীয় সচেতন মহল বলছে, সংবাদ প্রকাশের পর প্রশাসনের দ্রুত পদক্ষেপ প্রশংসনীয়। তবে এই তৎপরতা অব্যাহত না থাকলে ইলিশের ভবিষ্যৎ প্রজনন মারাত্মকভাবে হুমকির মুখে পড়বে।

পটুয়াখালীর মহিপুর-আলিপুর মৎস্য বন্দরজুড়ে জাটকা ইলিশ ধরা, বিক্রি ও বাজারজাতকরণে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবাধ বেচাকেনার সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে প্রশাসন। শনিবার দুপুরে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউসার হামিদ নিজে বন্দর এলাকায় পরিদর্শনে যান এবং পরিস্থিতি সরেজমিনে পর্যালোচনা করেন।
এর আগে শনিবার সকালে ‘মহিপুরে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা নিধন, নেই প্রশাসনের নজরদারি’ শিরোনামে আমার দেশ অনলাইন–এ প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানে উল্লেখ করা হয়, সরকারি নিষেধাজ্ঞা চলমান থাকা সত্ত্বেও বন্দরের আড়তগুলোতে প্রতিদিন অর্ধকোটি টাকার জাটকা কেনাবেচা হচ্ছে, আর প্রশাসনের অভিযান কেবল মহাসড়কেই সীমাবদ্ধ।
প্রতিবেদন প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তৎপরতা দেখা যায়। ইউএনও কাউসার হামিদ মহিপুর ও আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্র পরিদর্শন করেন। তিনি মাছ আড়ত, ট্রলার ঘাট ও বাজার এলাকা ঘুরে দেখেন এবং ব্যবসায়ীদের জাটকা ধরা ও বিক্রি বন্ধে কঠোরভাবে সতর্ক করেন।
ইউএনও কাউসার হামিদ আমার দেশকে বলেন, ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারের আরোপিত নিষেধাজ্ঞা কঠোরভাবে পালন করা হচ্ছে। নিষেধাজ্ঞার সময় কেউই অপরিপক্ব ইলিশ (জাটকা) ধরতে পারবে না। মৎস্যসম্পদ রক্ষায় প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি জেলেদের বৈধ মাছ ধরায় উৎসাহিত করা ও সচেতনতা বাড়াতে নিয়মিতভাবে নজরদারি পরিচালনা করা হচ্ছে।
এর আগে স্থানীয় মৎস্যজীবীদের একাধিক সূত্র জানায়, সাগরে বড় ইলিশ না থাকায় জেলেরা বাধ্য হয়েই জাটকা ধরছে। বিকল্প জীবিকার ব্যবস্থা না থাকায় নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে না বলেও অভিযোগ ওঠে।
এদিকে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, আগামী দিনগুলোতে বন্দর এলাকার ভেতরে নিয়মিত ও সমন্বিত অভিযান চালানো হবে, যাতে কেউ নিষিদ্ধ জাটকা ধরা বা বিক্রি করতে না পারে।
স্থানীয় সচেতন মহল বলছে, সংবাদ প্রকাশের পর প্রশাসনের দ্রুত পদক্ষেপ প্রশংসনীয়। তবে এই তৎপরতা অব্যাহত না থাকলে ইলিশের ভবিষ্যৎ প্রজনন মারাত্মকভাবে হুমকির মুখে পড়বে।

বিভিন্ন আন্দোলন-সংগ্রামে আমার ত্যাগ ও ভূমিকা বিবেচনায় আমি-ই মনোনয়ন পাবো এটা আমার পূর্ণ বিশ্বাস ছিল। আমি এখনো মনে করি আমাদের অভিভাবক ও দলের আশা-আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক তারেক জিয়া দলের বৃহৎ স্বার্থে বিষয়টি ভেবে দেখবেন।
১১ মিনিট আগে
কুমিল্লার দেবিদ্বারে বদিউল আলম বদু নামের এক আওয়ামী সমর্থককে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আটকের পর বিএনপি পরিচয়ে ছেড়ে দিয়েছে দেবিদ্বার থানা পুলিশ।
২৪ মিনিট আগে
ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু বলেছেন, আধিপত্যবাদ ও সাম্রাজ্যবিরোধী নেতা মাওলানা ভাসানীর জন্ম না হলে বাংলাদেশের জন্মই হতো না। গত চুয়ান্ন বছর ধরে ক্ষমতাসীন সরকারগুলো এই দেশের মানুষের সাথে প্রতারণা করেছে ।
১ ঘণ্টা আগে
সাহেরখালী ইউনিয়ন যুবদলের আহবায়ক মো. নুর উদ্দিন ছালা উদ্দিন ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়কের দায়িত্বে থাকার বিষয়টি স্বীকার করে বলেন, কেউ যদি অপরাধ কর্মকাণ্ড করে থাকে এটা তার ব্যক্তিগত বিষয়। এটার দায় সংগঠন বহন করবে না।
১ ঘণ্টা আগে