আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বাঁশখালীতে বিএনপির মনোনয়ন নিয়ে ক্ষোভ

উপজেলা প্রতিনিধি, বাঁশখালী (চট্টগ্রাম)

বাঁশখালীতে বিএনপির মনোনয়ন নিয়ে ক্ষোভ

ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক ও ফ্যাসিস্ট হাসিনার গুমের শিকার ছাত্রনেতা মফিজুর রহমান আশিক বলেছেন, এইবার বিএনপির দেওয়া নমিনেশনে বাঁশখালীবাসীর আশার প্রতিফলন ঘটেনি। অথচ জেল-জুলুম ও নির্যাতনের শিকার আমি আর লিয়াকত আলী মনোনয়ন পাওয়ার একমাত্র যোগ্য।

তিনি আরো বলেন, দেশনায়ক তারেক রহমান ক্লিন ইমেজের ত্যাগী নেতাদের মনোনয়ন দেয়ার বিষয়ে বার্তা দিয়েছিলেন, যা আমাকে আরও আত্মবিশ্বাসী করেছিল।

বিজ্ঞাপন

বিভিন্ন আন্দোলন-সংগ্রামে আমার ত্যাগ ও ভূমিকা বিবেচনায় আমি-ই মনোনয়ন পাবো এটা আমার পূর্ণ বিশ্বাস ছিল। আমি এখনো মনে করি আমাদের অভিভাবক ও দলের আশা-আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক তারেক জিয়া দলের বৃহৎ স্বার্থে বিষয়টি ভেবে দেখবেন।

তিনি শুক্রবার সন্ধ্যায় আরফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্টের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

পুঁইছড়ি ইউনিয়নের ইজ্জতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে মহান ৭ নভেম্বর উপলক্ষে খেলাটি অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় দূরদূরান্ত থেকে ক্রীড়া প্রেমী জনসাধারণের উপস্থিতি লক্ষ্য করা যায়। তাদের অনবদ্য স্লোগান ছিল। ‘ক্রীড়ায় শক্তি, ক্রীড়ায় বল, মাদক ছেড়ে মাঠে চল।’

সভায় বক্তারা আরফাত রহমান কোকো বাংলাদেশর ক্রিকেটকে আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিতি লাভে তার ভূমিকাও তুলে ধরেন। আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপনও করেন মফিজুর রহমান আশিক। মনো

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন